কুলদীপ যাদব
কুলদীপ যাদবফাইল ছবি

ENG vs IND Test: দলে ফিরুক কুলদীপ, নীতিশ! দ্বিতীয় টেস্টে কাকে বসানোর পরামর্শ দিলেন প্রাক্তনীরা?

People's Reporter: প্রাক্তন উইকেটরক্ষক ও বিশ্লেষক দীপ দাশগুপ্ত মনে করেন, বার্মিংহামের ব্যাটিং-সহায়ক উইকেটে একজন রিস্ট-স্পিনারের প্রয়োজন রয়েছে।
Published on

ইংল্যান্ড বনাম ভারতের প্রথম টেস্টে ভারতীয় ব্যাটাররা ভালো পারফর্ম করলেও বুমরাহ ছাড়া বাকি বোলাররা তেমন প্রভাব ফেলতে পারেননি। এই অবস্থায় আগামীকাল অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে শার্দুল ঠাকুরের পরিবর্তে কুলদীপ যাদবকে খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা।

প্রাক্তন উইকেটরক্ষক ও বিশ্লেষক দীপ দাশগুপ্ত মনে করেন, বার্মিংহামের ব্যাটিং-সহায়ক উইকেটে একজন রিস্ট-স্পিনারের প্রয়োজন রয়েছে। সেই কারণে তিনি কুলদীপ যাদবকে শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে দেখতে চান।

দীপ দাশগুপ্ত বলেন,“আপনার শীর্ষ ব্যাটসম্যানরা রান পাচ্ছেন, তাই ৮ নম্বরে ব্যাটসম্যান কী করছে তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। কুলদীপকে খেলানো যুক্তিযুক্ত”।

দলের ব্যাটিং গভীরতা বাড়াতে করুণ নায়ারকে তিন নম্বরে তুলে আনার পরামর্শ দিয়েছেন দাশগুপ্ত। এতে দলের ব্যাটিং গভীরতা আরও বাড়বে বলে মনে করেন তিনি। ইন্ডিয়া-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিনি তিন নম্বরে নেমে ডবল সেঞ্চুরি করেছিলেন। পাশাপাশি শার্দুলের জায়গায় অলরাউন্ডার নীতিশ রেড্ডিকে খেলানোর পরামর্শ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার।

প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকারও এই দুটি পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, কুলদীপ যাদবকে খেলানো উচিত।

সঞ্জয় মঞ্জরেকার বলেন, "আপনার হাতে শামি নেই, তাই বোলিংয়ে কোয়ালিটি আনতেই হবে। কুলদীপকে ফিরিয়ে আনা দরকার। ইংল্যান্ডে এখন গ্রীষ্মকালে পিচ শুষ্ক থাকে, স্পিনারদের সহায়ক হতে পারে। আমার বলতে খারাপ লাগছে তবে দল থেকে শার্দুল ঠাকুরকে বাদ দিতে হবে। নীতিশ রেড্ডিকে খেলানো উচিত"।

তবে দ্বিতীয় টেস্টের আগে সবচেয়ে বড় প্রশ্ন, জসপ্রীত বুমরাহ খেলবেন কি না। মঞ্জরেকার বলেন, “প্রথম টেস্টে ৪৩ ওভারের বেশি বল করেছে সে। তার ফিটনেস দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হোক। যদি সে ১০০ শতাংশ ফিট থাকে, তাহলে অবশ্যই খেলানো উচিত।”

বিশেষজ্ঞদের মতে, ভারতের জয়ের সম্ভাবনা তখনই বাড়বে, যখন বোলাররা খেলায় প্রভাব ফেলবেন। কুলদীপ এবং বুমরাহ – এই দুই নাম দ্বিতীয় টেস্টে বোলিং বিভাগে আমূল পরিবর্তন আনতে পারে।

অন্যদিকে, দ্বিতীয় টেস্টের জন্য প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি ইংল্যান্ড দল। ইংল্যান্ডের স্কোয়াড - জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং এবং শোয়েব বশির।

কুলদীপ যাদব
De Villiers: কেন ৫ টেস্টের জন্য প্রস্তুত করা হল না বুমরাহকে? BCCI-র ভূমিকায় অসন্তুষ্ট ডি ভিলিয়ার্স!
কুলদীপ যাদব
ICC: লাল থেকে সাদা, দুই বলের ক্রিকেটেই একাধিক নয়া নিয়ম চালু আইসিসির! দেখুন একনজরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in