Wimbledon 2025: ফের অঘটন উইম্বলডনে! বিশ্বের ৬২ নম্বর খেলোয়াড়ের কাছে পরাস্ত ৪র্থ বাছাই পাওলিনি

People's Reporter: বিশ্বের ৬২ নম্বর টেনিস খেলোয়াড় রাশিয়ার ক্যামিলা রাখিমোভার বিরুদ্ধে ৪-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন পাওলিনি।
জ্যাসমিন পাওলিনি
জ্যাসমিন পাওলিনিছবি - জ্যাসমিন পাওলিনির ফেসবুক পেজ
Published on

উইম্বলডনে (Wimbledon 2025) ফের অঘটনের সাক্ষী থাকল টেনিসবিশ্ব। এবার মহিলাদের সিঙ্গেলসে চতুর্থ বাছাই তথা গতবারের রানার-আপ জ্যাসমিন পাওলিনি বিশ্বের ৬২ নম্বর টেনিস খেলোয়াড় রাশিয়ার ক্যামিলা রাখিমোভার কাছে ৪-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন।

বুধবার রাশিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ইতালির পাওলিনি। গত বছর ফাইনালে উঠলেও এবার গ্র্যান্ড স্লামের শুরুতেই হোঁচট খেলেন তিনি। কোর্ট থ্রিতে ২ ঘন্টা ১৮ মিনিটের লড়াইয়ে রাখিমোভার দুরন্ত প্রত্যাবর্তনের সামনে শেষ পর্যন্ত হার মানেন ইতালির এই তারকা।

গত বছর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে পৌঁছালেও, পাওলিনি তাঁর পরবর্তী চারটি গ্র্যান্ড স্ল্যামের একটিতেও কোয়ার্টার ফাইনালে উঠতে পারেননি। যদিও জুনে ফরাসি ওপেনে সারা এরানির সঙ্গে জুটি বেঁধে ডবলস শিরোপা জয় করেছিলেন তিনি।

রাখিমোভার এই জয়ে একদিকে যেমন তাঁর কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত তৈরি হয়েছে, অন্যদিকে মহিলা সিঙ্গেলসে বাছাই খেলোয়াড়দের ধারাবাহিক ব্যর্থতা আরও স্পষ্ট হয়েছে। দ্বিতীয় বাছাই কোকো গফ, তৃতীয় বাছাই জেসিকা পেগুলা এবং পঞ্চম বাছাই ঝেং কিনওয়েনও প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন।

এই পরিস্থিতিতে, বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কা এখন একমাত্র শীর্ষ পাঁচ বাছাই, যিনি এখনও উইম্বলডনে টিকে রয়েছেন। বুধবার দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের মারি বোজকোভার বিরুদ্ধে ৭-৬ (৭-৪) এবং ৬-৪ ব্যবধানে জয় তুলে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি।

উল্লেখ্য, গত বছর চেক প্রজাতন্ত্রের বারবোরা কেরজচিকোভার বিরুদ্ধে উইম্বলডন ফাইনালে পরাজিত হয়েছিলেন পাওলিনি। খেলার ফলাফল ছিল ২-৬, ৬-২ এবং ৪-৬।

জ্যাসমিন পাওলিনি
ENG vs IND Test: দ্বিতীয় টেস্টেও শতরান গিলের, ভারত অধিনায়কের খেলায় মুগ্ধ প্রাক্তন কোচ!
জ্যাসমিন পাওলিনি
Wimbledon 2025: ঘন্টায় ২৪৬ কিমি! উইম্বলডনের ইতিহাসে দ্রুততম সার্ভ করে নজির পেরিকার্ডের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in