

এক বছর পর আবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) জার্সিতে খেলতে দেখা যাবে কিয়ান নাসিরিকে (Kiyan Nassiri)। মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়, 'ঘরের ছেলে ঘরে ফিরলো'।
জামশেদ নাসিরির পুত্র কিয়ান এর আগে সবুজ মেরুন জার্সি পরে ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন। নতুন চুক্তির পর কিয়ান বলেন, 'ফের কলকাতায় ফিরে ভালো লাগছে। সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করবো। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।'
কিয়ানের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের চুক্তি হয়েছে তিন বছরের। ২০২৪ সালে মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ন এফসিতে গিয়েছিলেন কিয়ান নাসিরি। তবে চেন্নাই তাঁকে ঠিকভাবে সুযোগ দেয়নি। তাই তিনি ফের পুরোনো ক্লাব মোহনবাগানে এলেন। আর আশিক কুড়িয়ান চলে যাওয়ায় মোহনবাগান দলেরও দরকার কিয়ানকে।
২০২২ সালের ২৯ জানুয়ারি আইএসএল ডার্বি ম্যাচে হ্যাটট্রিক করে নিজের জাত চেনান কিয়ান। পরিবর্ত হিসেবে নেমে হ্যাটট্রিক করে পিছিয়ে থাকা মোহনবাগানে জেতান। আইএসএল ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার নজিরও গড়েন কিয়ান নাসিরি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন