Mohun Bagan: 'ঘরের ছেলে ঘরে ফিরলো' - ফের সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে কিয়ান নাসিরিকে!

People's Reporter: জামশেদ নাসিরির পুত্র কিয়ান এর আগে সবুজ মেরুন জার্সিতে ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন। ২০২৪ সালে মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ন এফসিতে গিয়েছিলেন তিনি। তবে চেন্নাই তাঁকে ঠিকভাবে সুযোগ দেয়নি।
কিয়ান নাসিরি
কিয়ান নাসিরিছবি - সংগৃহীত
Published on

এক বছর পর আবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) জার্সিতে খেলতে দেখা যাবে কিয়ান নাসিরিকে (Kiyan Nassiri)। মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়, 'ঘরের ছেলে ঘরে ফিরলো'।

জামশেদ নাসিরির পুত্র কিয়ান এর আগে সবুজ মেরুন জার্সি পরে ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন। নতুন চুক্তির পর কিয়ান বলেন, 'ফের কলকাতায় ফিরে ভালো লাগছে।  সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করবো। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।'

কিয়ানের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের চুক্তি হয়েছে তিন বছরের। ২০২৪ সালে মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ন এফসিতে গিয়েছিলেন কিয়ান নাসিরি। তবে চেন্নাই তাঁকে ঠিকভাবে সুযোগ দেয়নি। তাই তিনি ফের পুরোনো ক্লাব মোহনবাগানে এলেন। আর আশিক কুড়িয়ান চলে যাওয়ায় মোহনবাগান দলেরও দরকার কিয়ানকে।

২০২২ সালের ২৯ জানুয়ারি আইএসএল ডার্বি ম্যাচে হ্যাটট্রিক করে নিজের জাত চেনান কিয়ান। পরিবর্ত হিসেবে নেমে হ্যাটট্রিক করে পিছিয়ে থাকা মোহনবাগানে জেতান। আইএসএল ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার নজিরও গড়েন  কিয়ান নাসিরি।

কিয়ান নাসিরি
IND vs BAN: রাজনৈতিক টানাপোড়েনের জের, বাতিলের পথে আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজ!
কিয়ান নাসিরি
Diogo Jota: 'জোটার মৃত্যু ক্লাবের জন্য বড় ধাক্কা' - কোয়ার্টার ফাইনালে নামার আগে দাবি আল-হিলাল কোচের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in