IND vs BAN: রাজনৈতিক টানাপোড়েনের জের, বাতিলের পথে আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজ!

People's Reporter: ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে দুই দেশের মধ্যে।
রোহিত শর্মা এবং বিরাট কোহলি
রোহিত শর্মা এবং বিরাট কোহলিছবি - এক্স
Published on

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে ধোঁয়াশা। প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে বাতিল হতে পারে দুই দেশের মধ্যে আসন্ন ওয়ান ডে ও টি-২০ সিরিজ। তবে আনুষ্ঠানিকভাবে বিসিসিআই বা বিসিবি-র পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে দুই দেশের মধ্যে। তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বাংলাদেশ সফর "কার্যত বন্ধ" হতে চলেছে। ওয়ান ডে ম্যাচে দেখা যেত রোহিত শর্মা ও বিরাট কোহলিকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই সিরিজটির মিডিয়া স্বত্ব বিক্রি স্থগিত করেছে। তাদের মূল লক্ষ্য বর্তমানে ১৭ জুলাই থেকে শুরু হতে চলা পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। বিসিবি-র এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, "আমরা বাজার বিশ্লেষণ করে পরে সিদ্ধান্ত নেব। এখনই তাড়াহুড়ো করার কোনও মানে নেই।"

ভারতীয় সম্প্রচারকদেরও বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের সঙ্গে আপাতত কোনও সিরিজ হচ্ছে না। ক্রিকবাজকে এক ভারতীয় সম্প্রচারক বলেন, "টেন্ডার ঘোষণার পর তারা আইটিটি দেয়নি। আপাতত শুধু পাকিস্তান সিরিজ নিয়েই কাজ চলছে।"

সিরিজ বাতিলের পেছনে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, পহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে, যার প্রভাব পরোক্ষভাবে বাংলাদেশ-ভারত সম্পর্কেও পড়েছে বলেও মনে করা হচ্ছে।

পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের মধ্যে ভারত বিদ্বেষ বেড়েই চলেছে। যা অন্যতম চিন্তার কারণ।

এক বিসিবি কর্মকর্তা বলেন, “ভারতীয় বোর্ড আমাদের জানিয়েছে যে আগস্টে সফরটি বাস্তবায়ন কঠিন”। তবে সিরিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী এক সপ্তাহের মধ্যেই জানানো হতে পারে।

রোহিত শর্মা এবং বিরাট কোহলি
Diogo Jota: 'স্মরণে দিয়োগো জোটা' - ২০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত লিভারপুলের
রোহিত শর্মা এবং বিরাট কোহলি
ENG vs IND Test: ঐতিহাসিক টেস্ট ইনিংস! অধিনায়ক হিসেবে ধোনি, কোহলি, তেন্ডুলকরের রেকর্ড ব্রেক গিলের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in