
বিদেশের মাটিতে বিরাট কোহলি (Virat Kohli), শচীন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড ভেঙে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক শুবমন গিল (Shubman Gill)। সেনা দেশে এক ইনিংসে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক রানের তালিকায় সকলকে পিছনে ফেলে শীর্ষ স্থানে উঠে এলেন গিল।
দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ২১১ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ধৈর্য্য ও দক্ষতার পরিচয় দেন শুবমন গিল এবং রবীন্দ্র জাদেজা। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ৬ নম্বর উইকেটে তৃতীয় সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। ২ জনে মিলে ২০৩ রান করেছেন। ২০১৮ সালে ওভালে কে এল রাহুল এবং ঋষভ পন্থ ২০৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ২০২২ সালে বার্মিংহামে ২২২ রানে পার্টনারশিপ করেছিলেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।
তাছাড়া প্রথম টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে ডবল সেঞ্চুরি করলেন গিল। সেনা (SENA) দেশে এশিয়ার কোনো দেশের অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক রানের মালিক হলেন তিনি। সেঞ্চুরিয়ানে ২০১৮ সালে বিরাট কোহলি ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন। ১৯৯৭ সালে কেপ টাউনে ১৬৯ রানের ইনিংস খেলেছিলেন শচীন তেন্ডুলকর। ১৯৯০ সালে ম্যানচেস্টারে ১৭৯ রান করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯০ অকল্যান্ডে মহম্মদ আজহারউদ্দিন ১৯২ রানে অসাধারণ ইনিংস খেলেন।
এছাড়া ইংল্যান্ডের মাটিতে ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবেও সর্বাধিক রানের মালিক হলেন শুবমন গিল। ১৯৯০ সালে ম্যানচেস্টারে ১৭৯ রান করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। ২০১৮ সালে বার্মিংহামে ১৪৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। ১৯৬৭ সালে লীডসে ১৪৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মনসুর আলী খান পতৌদি। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটার হিসেবে সুনীল গাভাসকরের ১৯৭৯ সালে করা ২২১ রানের রেকর্ডকেও ভাঙলেন গিল।
ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির করা সর্বাধিক রানের রেকর্ডও ভাঙলেন শুবমন। ২০১৩ সালে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনি ২২৪ রান করেছিলেন। ইংল্যান্ডের মাটিতে সেই রেকর্ডও ব্রেক করলেন গিল।
প্রতিবেদন লেখা পর্যন্ত, ৬ উইকেটের বিনিময়ে ভারতের রান ৫০৯। ৩৩৬ বল খেলে ২৩১ রানে অপরাজিত আছেন শুবমন গিল। ৭৪ বলে ২৩ রানে অপরাজিত আছেন ওয়াশিংটন সুন্দর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন