

ভ্যালেন্টাইন্স ডে-র পরে, দক্ষিণপন্থী বজরং দল-এর কোপে এবার নিউ ইয়ার সেলিব্রেশন। ইতিমধ্যেই বারাণসীতে বজরং দলের কর্মীরা মল এবং হোটেলগুলিতে পোস্টার লাগিয়েছে এবং "নববর্ষ উদযাপন করে কাশীতে পশ্চিমী সংস্কৃতির প্রচার না করার জন্য" সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিয়েছে৷
বজরং দল পশ্চিমী সংস্কৃতির প্রচারকে "অনৈতিক এবং ধর্মবিরোধী" বলে আখ্যা দিয়ে সতর্ক করেছে এবং জানিয়েছে যে, দলীয় কর্মীরা শহরে এই ধরনের নববর্ষ উদযাপন এবং অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করবে।
বজরং দলের আহ্বায়ক নিখিল ত্রিপাঠী 'রুদ্র' বলেছেন: "নববর্ষ উদযাপন একটি অর্থহীন অনুষ্ঠান। এর কোনো নৈতিকতা নেই এবং আধ্যাত্মিকতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ধরনের অনুষ্ঠান দেশের যুব সমাজকে ভুল পথে নিয়ে যায়।"
ত্রিপাঠীর অভিযোগ, মদ ও মাদক মাফিয়ারা নববর্ষ উদযাপনের অজুহাতে পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। "যেহেতু শহরের অনেক জায়গায় নববর্ষ উদযাপন হবে, আমরা পুলিশ প্রশাসনের অনুমতির পরে শান্তিপূর্ণভাবে এবং আইনের সীমানার মধ্যে প্রতিবাদ করব।"
যদিও বজরং দলের হুমকির পর কাউকে আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
বজরং দল নববর্ষে বার, পাব, হোটেল এবং ক্লাবগুলিতে মদ বিক্রি নিষিদ্ধ করারও দাবি করেছে।
পুলিশ কমিশনার এ সতীশ গণেশ বলেছেন: "কাউকে আইন হাতে নিতে দেওয়া হবে না। কিছু ভুল হলে পুলিশ ব্যবস্থা নেবে। শান্তিপূর্ণ নববর্ষ উদযাপনের জন্য আমরা যথাযথ ব্যবস্থা করেছি।"
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন