

আবার শিরোনামে বজরং দল। বরাবরই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত এই হিন্দুত্ববাদী সংগঠনটি এবার হামলা চালালো ‘আশ্রম-৩’-এর শ্যুটিং স্পটে। বলিউড অভিনেতা ববি দেওয়াল অভিনীত আশ্রম সিরিজ হিন্দু ধর্মকে অপমান করছে বলে অভিযোগ বজরং দলের।
রবিবার ভোপালের পুরানো সংশোধনাগারে আশ্রম-৩ সিরিজের শ্যুটিং চলছিল। আচমকাই হাতে লাঠি নিয়ে সেখানে উপস্থিত হয় বজরং দলের সদস্যরা। শ্যুটিং ইউনিটের দিকে পাথর ছুঁড়তে শুরু করেন তারা। এতে শ্যুটিং ইউনিটের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। সেটেও ভাঙচুর চালায় বজরং দলের সদস্যরা। শুধু তাই নয় পরিচালক প্রকাশ ঝা-এর গায়ে কালি ছিটিয়ে দিয়েছে বজরং দলের সদস্যরা বলে অভিযোগ।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি আয়ত্বে আসে। বজরং দলের সদস্যদের ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয়। ভোপালের ডিআইজি ইরশাদ ওয়ালি দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
বজরং দলের পক্ষ থেকে সুশীল সুদেলে বলেন, “এই রাজ্যের ভূমি ব্যবহার করে হিন্দু ধর্মকে অপমান করে কোনও কাজ মধ্যপ্রদেশে দাঁড়িয়ে আমরা করতে দেব না। আশ্রমের আগের সিরিজে নারীজাতির অপমানকর রূপ দেখানো হয়েছে ৷ আমরা তার বিরোধিতা করছি৷ জনপ্রিয়তা অর্জন করার জন্য যা খুশি তাই করা যাবে না”।
সুশীল সুদেলেও আরও বলেন – “এই সিরিজের নাম বদলের দাবি জানাচ্ছি। তা না-হলে আমরা আবারও এমন প্রতিবাদ জানাব। আজ পরিচালককে শুধুমাত্র সতর্ক করা হল”।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন