

উত্তরপ্রদেশ বারাণসীর সিগড়া থানার দেয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগান লেখার জন্য পাঁচজনকে আটক করেছে বারাণসী পুলিশ। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসী।
সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।
পুলিশি সূত্র অনুসারে জানা গেছে, স্লোগানগুলো লেখার পরপরই তা মুছে দেওয়া হয় হয়। যদিও বিস্ময়করভাবে অভিযুক্তরা যখন থানার দেয়ালে শ্লোগান লিখছিলো তখন পুলিশ তাঁদের গ্রেফতার করতে পারেনি।
সন্দেহভাজনরা কোনো গোষ্ঠী অথবা সংগঠনের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়ে পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তারা আপাতত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে। সিগড়া থানার ইন্সপেক্টর অনুপ শুক্লা জানিয়েছেন, সন্দেহভাজনরা সকলেই বিহারের বাসিন্দা।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন