ফিফা জানিয়েছে মোট ২৩.৫ মিলিয়ন দর্শক কাতার বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন করেছেন। যার মধ্যে দর্শকদের শীর্ষ চার চাহিদা পূর্ণ ম্যাচের মধ্যে রয়েছে আর্জেন্টিনারই গ্রুপ পর্বের তিনটি ম্যাচ।
People's Reporter: ইব্রাহিমোভিচ বলেন, মেসির পারফরম্যান্স নয় বরং তাঁর আশপাশের খেলোয়াড়দের মান নিয়েই আসল প্রশ্ন উঠছে। দলটিকে দেখে মনে হবে তিনি কোনো খেলোয়াড় নয়, মূর্তির সাথে খেলছেন।
People's Reporter: ৬ মিনিটের মাথায় জোয়াও নেভেসের অসাধারণ হেডে এগিয়ে যায় পিএসজি। এরপর ৩৮ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানেই ছিল ম্যাচ। তারপর থেকে মাত্র ১০ মিনিটের মধ্যে আরও ৩ গোল হজম করে মেসির দল।