FIFA World Cup 26: ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস চূড়ান্ত, সহজ প্রতিপক্ষের সামনে আর্জেন্টিনা!

People's Reporter: ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। তিন দেশের ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রকাশ্যে ২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বল
প্রকাশ্যে ২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বলছবি - অ্যাডিডাসের এক্স হ্যান্ডেল
Published on

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস হয়েছে শুক্রবার মধ্যরাতে। তুলনামূলক সহজ গ্রুপে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মোট ৪৮টি দেশকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক গ্রুপ বিন্যাস -

গ্রুপ এ

মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, প্লে-অফ ডি জয়ী

গ্রুপ বি

কানাডা, প্লে-অফ এ জয়ী , কাতার, সুইজারল্যান্ড,

গ্রুপ সি

ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ডি

আমেরিকা, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, প্লে-অফ সি জয়ী

গ্রুপ ই

জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর,

গ্রুপ এফ

নেদারল্যান্ডস, জাপান, প্লে–অফ বি জয়ী, তিউনিসিয়া,

গ্রুপ জি

বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ

স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ আই

ফ্রান্স, সেনেগাল, প্লে-অফ ২ জয়ী, নরওয়ে

গ্রুপ জে

আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন

গ্রুপ কে

পর্তুগাল, প্লে-অফ ১ জয়ী, উজবেকিস্তান, কলোম্বিয়া

গ্রুপ এল

ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। তিন দেশের ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৪৮টি দেশ ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচ হবে ১১ জুন, মেক্সিকো সিটি স্টেডিয়ামে। ফাইনাল হবে ১৯ জুলাই।

প্রকাশ্যে ২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বল
FIFA World Cup 26: টেলস্টার থেকে ট্রাইওন্ডা, একনজরে ফিফা বিশ্বকাপের ফুটবল বিবর্তনের ইতিহাস
প্রকাশ্যে ২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বল
প্রথমবার ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন দেড় লক্ষ জনসংখ্যার কুরাসাও-র! ৫১ বছর পর দেখা যাবে হাইতিকেও

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in