প্রথমবার ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন দেড় লক্ষ জনসংখ্যার কুরাসাও-র! ৫১ বছর পর দেখা যাবে হাইতিকেও

People's Reporter: উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য জামাইকার বিরুদ্ধে ড্র দরকার ছিল কুরাসাওয়ের। সেটাই তারা করল।
প্রথমবার ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল কুরাসাও
প্রথমবার ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল কুরাসাওছবি - সংগৃহীত
Published on

ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ছোটো দ্বীপরাষ্ট্র কুরাসাও। জামাইকার বিরুদ্ধে ড্র করে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপ খেলবে এই দেশটি। পাশাপাশি কুরাসাও-র কোচ ডিক অ্যাডভোকাটও বিশেষ নজির গড়েছেন।

উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য জামাইকার বিরুদ্ধে ড্র দরকার ছিল কুরাসাওয়ের। সেটাই তারা করল। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মূল পর্বে উঠলো দ্বীপরাষ্ট্রটি। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এত ছোটো দেশ খেলেনি।

ডাচদের অধীনে থাকা দ্বীপটি ২০১০ সালে দেশের তকমা অর্জন করে। জনসংখ্যা দেড় লক্ষের একটু বেশি। সেই দেশটির এইভাবে ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা সকলের নজর কেড়েছে।

এর আগে মাত্র ৬ লক্ষ জনসংখ্যার একটি দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে এসোয়াটিনিকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের জন্য ফিফা ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে। এবার নজির গড়লো কুরাসাও।

এছাড়া সবথেকে বেশি বয়স্ক কোচ হিসেবে একটি দেশকে বিশ্বকাপের মূল পর্বে তোলার রেকর্ড গড়লেন কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট। তিনি ৭৮ বছর বয়সে এই কীর্তি গড়লেন। এর আগে ৭১ বছর ৩১৭ দিন বয়সে ওট্টো রেহাগেল ২০১০ সালে গ্রীসকে বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করিয়েছিলেন।

অন্যদিকে ৫১ বছর পর ফের ফিফা বিশ্বকাপে দেখা যাবে হাইতিকে। উত্তর আমেরিকার গ্রুপ সি-এর শীর্ষে থেকে যোগ্যতা অর্জন করেছে হাইতি। বিশ্বকাপের মূল পর্বে ওঠার জন্য নিকারাগুয়ার বিরুদ্ধে জিততেই হতো হাইতিকে। নিকারাগুয়া ২-০ ব্যবধানে পরাস্ত হয় হাইতির কাছে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডন, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, কুরাসাও, হাইতি, পানামা, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন এবং সুইজারল্যান্ড ফিফা বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে। বাকি রয়েছে ৬টি দেশ।

প্রথমবার ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল কুরাসাও
FIFA World Cup Qualifier: নরওয়ের পর স্কটল্যান্ড, ২৭ বছর পর ফিফা বিশ্বকাপের মূল পর্বে স্কটিশরা!
প্রথমবার ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল কুরাসাও
Mushfiqur Rahim: ১০০ টেস্ট ম্যাচ, প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নজির মুসফিকুর রহিমের!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in