Mushfiqur Rahim: ১০০ টেস্ট ম্যাচ, প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নজির মুসফিকুর রহিমের!

People's Reporter: বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলছে বাংলাদেশ। এই ম্যাচেই রেকর্ড গড়লেন মুসফিকুর রহিম।
মুসফিকুর রহিম
মুসফিকুর রহিমছবি - বাংলাদেশ ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

টেস্ট ক্রিকেটে প্রথম বাংলদেশি ক্রিকেটার হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন মুসফিকুর রহিম। তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি ১০০টি টেস্ট খেললেন।

বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলছে বাংলাদেশ। এই ম্যাচেই রেকর্ড গড়লেন মুসফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কেউ ১০০টি টেস্ট ম্যাচ খেলেননি। মুসফিকুর রহিম ১০০টি টেস্ট খেললেন। এখনও পর্যন্ত ৭৫টি টেস্ট খেলেছেন বাংলাদেশের মমিনুল হক। তৃতীয় স্থানে আছেন শাকিব আল হাসান। তিনি দেশের হয়ে ৭১টি টেস্ট খেলেছেন। ৭০টি টেস্ট খেলেছেন তামিম ইকবাল।

মুসফিকুর রহিমের এই কীর্তিতে আপ্লুত বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান। সমাজমাধ্যমে তিনি লেখেন, "আমার মনে আছে যখন তুমি লর্ডসে তোমার প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলে, তখন আমি প্রতিটি বল দেখতাম। সেই দিন থেকে তুমি আমাকে এবং বাংলাদেশ এবং তার বাইরের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করে যাচ্ছ। তুমি অনেক দিন ধরে খেলছো এবং খেলায় তোমার সেরাটা দিয়েছো। যখন থেকে তুমি বয়সভিত্তিক দলের নেতৃত্ব দিচ্ছিলে, তখন থেকে আমি তোমাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি এবং চিরকাল তুমি আমার অধিনায়ক থাকবে"।

তিনি আরও লেখেন, "মুশফিক ভাই, এই শুভ মুহূর্তে তোমার ১০০তম টেস্ট ম্যাচের জন্য শুভকামনা জানাই, যেটি যেকোনো ক্রিকেটারের জন্য একটি ঐতিহাসিক কৃতিত্ব। ঠিক যেমন আমি তোমার প্রথম ম্যাচ দেখেছিলাম, ঠিক তেমনই তোমার ১০০তম টেস্ট ম্যাচে তোমার মুখোমুখি প্রতিটি বল দেখব। আমি আশা করি তুমি এই ম্যাচটি উপভোগ করবে"।

উল্লেখ্য, ২০০৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয় মুসফিকুর রহিমের। তারপর থেকে ৬৪০০-র বেশি রান করেছেন মুসফিকুর। এখনও পর্যন্ত টেস্টে তাঁর সর্বাধিক রান অপরাজিত ২১৯।

মুসফিকুর রহিম
FIFA World Cup Qualifier: নরওয়ের পর স্কটল্যান্ড, ২৭ বছর পর ফিফা বিশ্বকাপের মূল পর্বে স্কটিশরা!
মুসফিকুর রহিম
IND Vs SA: 'ঘূর্ণি পিচ মানে বিপক্ষকেও সমান সুযোগ দেওয়া' - ভারতের প্রথম টেস্ট হারে ক্ষুব্ধ পূজারা!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in