

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে হার কিছুতেই মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা। এমনকি ইডেনে ভারতের পিচ নির্বাচন নিয়েও কটাক্ষ করেছেন তিনি।
ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হারতে হয়েছে ভারতকে। দ্বিতীয় ইনিংসে ৯৩ রানেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ৩০ রানে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা। এরপরই কোচ গম্ভীর এবং ব্যাটারদের সমালোচনা শুরু হয়। ইডেনের ঘূর্ণি পিচ নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। প্রশ্ন তুলেছেন প্রাক্তন তারকা চেতেশ্বর পূজারাও।
জিওহটস্টারে পূজারা বলেন, “যদি আপনি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় পরিবর্তনের কারণে হেরে যান, তাহলে এটি গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু এই দলের প্রতিভা এবং সম্ভাবনা রয়েছে। আপনি সকল খেলোয়াড়ের ফার্স্ট ক্লাস ক্রিকেটের রেকর্ড দেখুন - যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুবমন গিল, ওয়াশিংটন সুন্দর এই খেলায় ৩ নম্বরে ব্যাট করেছেন - তাঁদের সকলের রেকর্ডই খুব ভালো। তবুও যদি ঘরের মাঠে হেরে যান তার মানে ঘাটতি আছেই”।
পিচ নিয়ে তিনি বলেন, “যদি একটি ভালো উইকেটে খেলা যেত তাহলে ভারতের জয়ের সম্ভাবনা আরও বেড়ে যেত। ঘূর্ণি পিচ করা মানে প্রতিপক্ষকেও সমান জয়ের সুযোগ করে দেওয়া। তাই যদি কেউ বলে শুধু দলে পরিবর্তনের জন্য ম্যাচ হারতে হয়েছে সেটা গ্রহণযোগ্য নয়”।
ব্যাটারদের সরাসরি দোষারোপ না করলেও তাঁদেরকে আরও সতর্ক থাকার বার্তা দিয়েছেন পূজারা। তিনি বলেন, "যদি এমন ট্র্যাকে খেলতে হয়, তাহলে ব্যাটসম্যানদের সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে এবং মনে হয় না যে তারা প্রস্তুত ছিল। এই ধরণের উইকেটে ভিন্ন ধরণের শট খেলতে হবে, যেমন সুইপের উপর বেশি নির্ভর করা, একটু ইতিবাচক খেলা। উইকেটে অনেকটাই টার্ন ছিল। একজন ব্যাটার মাত্র হাফসেঞ্চুরি করেছেন (দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা)। যখন দেখা যাচ্ছে বল প্রথম দিন থেকেই ঘুরছে তখন ব্যাটারদের সেই অনুযায়ী খেলা উচিত ছিল। ভবিষ্যতে এই বিষয়গুলির উপর জোর দিতে হবে। নয়তো গত মরসুমে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে ভারতকে চাপে পড়তে হয়েছিল"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন