IPL 2026: আবু ধাবিতে আইপিএল-র মিনি নিলাম, একনজরে দেখুন কোন দল কতজন প্লেয়ার ধরে রাখলো?

People's Reporter: সবথেকে বেশি প্লেয়ার ধরে রেখেছে পাঞ্জব কিংস ,২১ জন। অন্যদিকে সবথেকে কম প্লেয়ার রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, মাত্র ১২ জন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - IPL-র এক্স হ্যান্ডেল
Published on

আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএল ২০২৬-র মিনি নিলাম। সবথেকে বেশি প্লেয়ার ধরে রেখেছে পাঞ্জব কিংস। অন্যদিকে সবথেকে কম প্লেয়ার রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একনজরে দেখা যাক কোন দল কতজন করে প্লেয়ার ধরে রেখেছে।

পাঞ্জাব কিংস (PBKS) ২১ জন খেলোয়াড় ধরে রেখেছে। যার মধ্যে ৬ জন বিদেশি ক্রিকেটার আছেন। আরশদীপ সিং, *আজমাতুল্লাহ ওমরজাই, হারনুর পান্নু, হারপ্রীত ব্রার, *লকি ফার্গুসন, *মার্কো জ্যানসেন, *মার্কাস স্টয়নিস, *মিচ ওয়েন, মুশির খান, নেহাল ওয়াধেরা, প্রভসিমরান সিং, প্রিয়াংশ আর্য, পাইলা অবিনাশ, শশাঙ্ক সিং, শ্রেয়াস আইয়ার, সূর্যাংশ, বিষ্ণু বিনোদ, বৈশাক বিজয়কুমার, *জেভিয়ার বার্টলেট, যশ ঠাকুর এবং যুজবেন্দ্র চাহাল দলে রয়েছেন।

গুজরাট টাইটান্স (GT) ধরে রেখেছে ২০ জন ক্রিকেটারকে। যার মধ্যে ৪ জন বিদেশি রয়েছেন। অনুজ রাওয়াত, *গ্লেন ফিলিপস, গুরনুর সিং ব্রার, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, *জস বাটলার, *কাগিসো রাবাডা, কুমার কুশাগরা, মানব সুথার, মহম্মদ সিরাজ, মহম্মদ আরশাদ খান, নিশান্ত সিন্ধু, প্রসিদ্ধ কৃষ্ণ, সাই কিশোর, রাহুল তেওয়াতিয়া, *রশিদ খান, সাই সুদর্শন, শাহরুখ খান, শুবমন গিল এবং ওয়াশিংটন সুন্দর।

মুম্বই ইন্ডিয়ান্স (MI) ৭ বিদেশি সহ মোট ২০ জন খেলোয়াড় ধরে রেখেছে। *আল্লাহ গজানফর, অশ্বনি কুমার, *করবিন বোশ, দীপক চাহার, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, মায়াঙ্ক মারকান্ডে (কলকাতা থেকে ট্রেড), * মিচেল স্যান্টনার, নমন ধীর, রঘু শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিঞ্জ, রোহিত শর্মা, * রায়ান রিকেল্টন, শার্দুল ঠাকুর (লখনউ থেকে ট্রেড), শেরফান রাদারফোর্ড (গুজরাট থেকে ট্রেড), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, *ট্রেন্ট বোল্ট এবং *উইল জ্যাককে রাখা হয়েছে।

লখনউ সুপার জায়ান্টস (LSG) ১৯ খেলোয়াড় ধরে রেখেছে। বিদেশি রয়েছেন ৪ জন। আব্দুল সামাদ, *এইডেন মার্করাম, আকাশ সিং, অর্জুন টেন্ডুলকার (মুম্বই থেকে ট্রেড করা হয়েছে), আরশিন কুলকার্নি, আবেশ খান, আয়ুশ বাদোনি, দিগ্ভেশ রাঠি, হিম্মত সিং, মণিমারন সিদ্ধার্থ, *ম্যাথু ব্রিটজকে, মায়াঙ্ক যাদব, মহম্মদ শামি (হায়দরাবাদ থেকে ট্রেড করা হয়েছে), *মিচেল মার্শ, মহসিন খান, নিকোলাস পুরান, প্রিন্স যাদব, ঋষভ পন্থ এবং শাহবাজ আহমেদ।

দিল্লি ক্যাপিটালস (ডিসি) ধরে রেখেছে ১৭ জন খেলোয়াড়। ৩ জন বিদেশি। অভিষেক পোরেল, অজয় ​​মন্ডল, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল, *দুশমন্ত চামিরা, করুণ নায়ার, কেএল রাহুল, কুলদীপ যাদব, মাধব তিওয়ারি, *মিচেল স্টার্ক, মুকেশ কুমার, নীতীশ রানা (রাজস্থান থেকে ট্রেড করে নেওয়া হয়েছে), সমীর রিজভি, টি. নটরাজন, ত্রিপুরানা বিজয়, *ট্রিস্টান স্টাবস এবং ভিপ্রাজ নিগম।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ৬ বিদেশি সহ মোট ১৭ জন খেলোয়াড় ধরে রেখেছে। তাঁরা হলেন, অভিনন্দন সিং, ভুবনেশ্বর কুমার, দেবদত্ত পাড়িক্কল, *জ্যাকব বেথেল, জিতেশ শর্মা, *জশ হ্যাজেলউড, ক্রুনাল পাণ্ডিয়া, *নুওয়ান থুশারা, *ফিল সল্ট, রজত পতিদার, রাসিখ দার, *রোমারিও শেফার্ড, সুয়াশ শর্মা, স্বপ্নিল সিং, টিম ডেভিড, বিরাট কোহলি এবং যশ দয়াল।

চেন্নাই সুপার কিংস (CSK) মোট ১৬ জন খেলোয়াড় ধরে রেখেছে। যার মধ্যে ৪ জন বিদেশি। আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, *জেমি ওভারটন, এমএস ধোনি, মুকেশ চৌধুরী, *নাথান এলিস, *নূর আহমেদ, রামকৃষ্ণ ঘোষ, সঞ্জু স্যামসন (রাজস্থান থেকে ট্রেড করা), রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, শ্রেয়াস গোপাল, সৈয়দ খলিল আহমেদ, আয়ুশ মাত্রে, উরভিল প্যাটেল এবং ডিওয়াল্ড ব্রেভিস।

রাজস্থান রয়্যালস (RR) ১৬ জন খেলোয়াড় ধরে রেখেছে। রয়েছে ৭ বিদেশিও। ধ্রুব জুরেল, *ডোনোভান ফেরেরা (দিল্লি থেকে ট্রেড), *জোফরা আর্চার, *কোয়েনা মাফাকা, *লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, *নান্দ্রে বার্জার, রবীন্দ্র জাদেজা (চেন্নাই থেকে ট্রেড), রিয়ান পরাগ, *স্যাম কুরান (চেন্নাই থেকে ট্রেড), সন্দীপ শর্মা, *শিমরন হেটমায়ার, শুভম দুবে, তুষার দেশপাণ্ডে, বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল এবং যুধবীর চরক।

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ১৫ খেলোয়াড় ধরে রেখেছে। যার মধ্যে ৬ জন বিদেশি আছেন। তাঁরা হলেন, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, *ব্রাইডন কার্স, *ঈশান মালিঙ্গা, হর্ষ দুবে, হর্ষাল প্যাটেল, *হেনরিখ ক্লাসেন, ইশান কিষাণ, জয়দেব উনাদকাট, *কামিন্দু মেন্ডিস, নীতীশ কুমার রেড্ডি, *প্যাট কামিন্স, স্মরণ রবিচন্দ্রন, ট্রাভিস হেড এবং জীশান আনসারি।

১২ খেলোয়াড় ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২ জন বিদেশি আছেন। অজিঙ্কা রাহানে, অঙ্গকৃষ রঘুবংশী, অনুকুল রায়, হর্ষিত রানা, মণীশ পান্ডে, রমনদীপ সিং, রিংকু সিং, * রভমান পাওয়েল, * সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে।

'*' চিহ্নযুক্ত ক্রিকেটাররা বিদেশি।

প্রতীকী ছবি
IND vs SA Test: 'ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হয়' - দলে শামির না থাকা নিয়ে মুখ খুললেন শুবমন
প্রতীকী ছবি
BCCI: জাতীয় দলের সুযোগ পেতে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট, বিরাট-রোহিতকে নির্দেশ বোর্ডের!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in