BCCI: জাতীয় দলের সুযোগ পেতে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট, বিরাট-রোহিতকে নির্দেশ বোর্ডের!

People's Reporter: রোহিত শর্মা ইতিমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)-কে জানিয়েছেন যে তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলবেন।
বিরাট কোহলি এবং রোহিত শর্মা
বিরাট কোহলি এবং রোহিত শর্মাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ভারতের জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেতে হলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। বিসিসিআই সূত্রে খবর, এমনই নির্দেশ দেওয়া হয়েছে দুই তারকাকে।

টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন দুই তারকা। শুধুমাত্র ওডিআই ফরম্যাটে খেলছেন তাঁরা। এই অবস্থায় তাঁদের ম্যাচ ফিটনেস ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচকদের মধ্যে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণার আগে তাঁদের বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ নিয়ে জল্পনা তীব্র হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, রোহিত শর্মা ইতিমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)-কে জানিয়েছেন যে তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। অন্যদিকে, বিরাট কোহলি এখনও নিজের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

বিসিসিআই সূত্রে খবর, “বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে জানানো হয়েছে যে ভারতের জাতীয় দলে খেলতে হলে তাঁদের দেশীয় ক্রিকেটে নামতে হবে। যেহেতু তাঁরা দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ ফিটনেস বজায় রাখতে ঘরোয়া ক্রিকেট খেলা জরুরি।”

এর আগেও এমন নির্দেশিকা জারি করেছিল বোর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে খারাপ পারফরম্যান্সের পর রোহিত ও কোহলি দুজনেই রঞ্জি ট্রফিতে একটি করে ম্যাচ খেলেছিলেন।

বর্তমানে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখেই বোর্ডের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, বিসিসিআই নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর স্পষ্ট করে বলেছিলেন, “আমরা অনেক আগেই জানিয়েছি, যখনই খেলোয়াড়রা ফ্রি থাকবে, তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এটাই একমাত্র উপায় নিজেদের ম্যাচ ফিট এবং প্রস্তুত রাখার।”

শেষবার কোহলি ও রোহিত একসঙ্গে খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে। যেখানে সিরিজের সর্বাধিক রান স্কোরার হন রোহিত শর্মা। সিরিজের সেরা প্লেয়ারও নির্বাচিত হন তিনি। শেষ ম্যাচে রোহিত শর্মা সেঞ্চুরি করেছিলেন এবং কোহলি হাফসেঞ্চুরি।

বিরাট কোহলি এবং রোহিত শর্মা
EXCLUSIVE: কেউ পাগল হলে আমি কী করবো? - মুখ্যমন্ত্রীর অর্জুন পুরস্কার মন্তব্যের পাল্টা বুলা চৌধুরী!
বিরাট কোহলি এবং রোহিত শর্মা
Lionel Messi: বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৪০০ অ্যাসিস্ট মেসির! অনেক পিছিয়ে রোনাল্ডো

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in