Lionel Messi: বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৪০০ অ্যাসিস্ট মেসির! অনেক পিছিয়ে রোনাল্ডো

People's Reporter: পুসকাস নিজের ফুটবল কেরিয়ারে মোট ৪০৪টি অ্যাসিস্ট করেছিলেন। মেসি করলেন ৪০০টি। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ন কিংবদন্তি পেলে।
মেসির মুকুটে নয়া পালক
মেসির মুকুটে নয়া পালকছবি - ইন্টার মিয়ামির ফেসবুক পেজ
Published on

আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় ফুটবলার হিসেবে ৪০০টি অ্যাসিস্ট করার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই তালিকায় অনেকটাই পিছিয়ে। আর্জেন্টাইন সুপারস্টারের সামনে রয়েছেন কেবল কিংবদন্তি পুসকাস।

পুসকাস নিজের ফুটবল কেরিয়ারে মোট ৪০৪টি অ্যাসিস্ট করেছিলেন। মেসি করলেন ৪০০টি। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ন কিংবদন্তি পেলে। তিনি দেশ ও ক্লাব মিলিয়ে মোট ৩৬৯টি অ্যাসিস্ট করেছিলেন। ৩৫৮টি অ্যাসিস্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন জোহান ক্রুইফ।

শনিবার রাতে তাদের প্রথম রাউন্ডের ইস্টার্ন কনফারেন্স প্লেঅফ সিরিজের তৃতীয় খেলায় ন্যাশভিল এসসিকে ৪-০ গোলে পরাজিত করে ইন্টার মিয়ামি। যেখানে মেসি জোড়া গোলের পাশাপাশি জোড়া অ্যাসিস্টও করেন। যার সুবাদে ৪০০ স্পর্শ করল মেসির অ্যাসিস্টের সংখ্যা।

এখনও পর্যন্ত ১,১৩৩ ম্যাচে মোট ৮৯৪টি গোল করেছেন লিও মেসি। রোনাল্ডো ১,২৯৬ ম্যাচ খেলে ৯৫৩টি গোল করেছেন। তবে অ্যাসিস্টের দিক দিয়ে মেসির থেকে অনেকটা পিছিয়ে ক্রিশ্চিয়ানো। মেসির অ্যাসিস্টের সংখ্যা ৪০০টি। রোনাল্ডো অ্যাসিস্ট করেছেন ২৫৯টি।

উল্লেখ্য, এমএলএস এমভিপি পুরস্কারের দৌড়ে রয়েছেন লিও মেসি। এই মরসুমে তিনি যদি এমভিপি হন তাহলে লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পর পর দুটি মরসুমে সেরার সেরা পুরস্কার পাবেন।

মেসির মুকুটে নয়া পালক
AUS vs IND: টানা ৪ বার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জয় ভারতের!
মেসির মুকুটে নয়া পালক
ISL: অন্ধকারে আইএসএল ভবিষ্যৎ! টেন্ডারের জন্য বিড করেনি কোনও সংস্থা, অনুশীলন বন্ধ মোহনবাগানের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in