

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাগাতার ৪টি টি-২০ সিরিজ জিতল টিম ইন্ডিয়া। শনিবার গাব্বায় বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হওয়ায় ভারতের দখলে গেল সিরিজ।
খারাপ আবহাওয়ার কারণে অস্ট্রেলিয়া বনাম ভারতের টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচটি বাতিল হয়। ফলে ২-১ ব্যবধানেই শেষ হয় এই সিরিজ। হোম এবং অ্যাওয়ে মিলিয়ে আস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাগাতার ৪টি টি-২০ সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।
২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হয়েছিল ভারত। ২০২২ সালেও ২-১ ব্যবধানে সিরিজ জিতছিল টিম ইন্ডিয়া। ২০২৩-২৪ মরসুমে ৫ ম্যাচের সিরিজে ভারতের কাছে ৪-১ ব্যবধানে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। ২০২৫ সালেও কোনও ব্যাতিক্রম হল না। ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।
৫ ম্যাচের সিরিজের প্রথম এবং শেষ ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়। ফলে ২-১ ব্যবধানেই জয় ছিনিয়ে নিলেন সূর্যকুমার যাদবরা। সিরিজের সর্বাধিক রানের মালিক হলেন অভিষেক শর্মা। তিনি মোট ১৬৩ রান করেছেন। শুবমন গিল করেছেন ১৩২ রান।
এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হবে ৫ ম্যাচের সিরিজ। ১১ ডিসেম্বর দ্বিতীয়, ১৪ ডিসেম্বর তৃতীয়, ১৭ ডিসেম্বর চতুর্থ এবং ১৯ ডিসেম্বর হবে পঞ্চম টি-২০ ম্যাচ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন