

আন্তর্জাতিক টি-২০তে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ১০০০ করলেন অভিষেক শর্মা। ২৮ ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। অল্পের জন্য ভাঙতে পারলেন না বিরাট কোহলির রেকর্ড। তবে বল খেলার নিরিখে আন্তর্জাতিক স্তরে তিনিই দ্রুততম।
শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নিজের ১০০০ রান পূরণ করলেন অভিষেক শর্মা। এর আগে বিরাট কোহলি ২৭ ইনিংসে ১০০০ রান পূরণ করেছিলেন। টেস্ট খেলা দেশের মধ্যে টি-২০ ফরম্যাটে দ্রুততম ১০০০ রানের মালিক হলেন ইংল্যান্ডের ডি মালান। তিনি ২৪ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন পাক ব্যাটার বাবর আজম (২৫), তৃতীয় স্থানে ডিভন কনওয়ে (২৬), চতুর্থ স্থানে আছেন বিরাট কোহলি (২৭) এবং পঞ্চম স্থানে অভিষেক শর্মা (২৮)।
অন্যদিকে সবথেকে কম বল খেলে ১০০০ রান পূরণ করেছেন অভিষেক। তিনি ৫২৮ বলে এই নজির গড়েছেন। ৫৬৯ বলে ১০০০ রান করেছিলেন টিম ডেভিড। সূর্যকুমার যাদব ৫৭৩ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।
উল্লেখ্য, শনিবার গাব্বায় সিরিজ নির্ণায়ক ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুবমন গিল এবং অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং-র জেরে ৪.৫ ওভারে ভারতের রান ৫২। তারপর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে ক্রিকেটার এবং সমর্থকদের স্টেডিয়ামের নিরাপদ স্থানে যেতে অনুরোধ করে স্টেডিয়াম কর্তৃপক্ষ। আবহাওয়ার কারণে ম্যাচ বাতিল হওয়ার ফলে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন