FIFA World Cup Qualifier: ইতিহাস কেপ ভার্দের, প্রথমবার ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন আফ্রিকান দেশটির

People's Reporter: ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জনের দৌড়ে কেপ ভার্দেকে সমর্থনের জন্য জাতীয় ছুটি ঘোষণা করা হয়।
FIFA World Cup Qualifier: ইতিহাস কেপ ভার্দের, প্রথমবার ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন আফ্রিকান দেশটির
ছবি - সংগৃহীত
Published on

ইতিহাস গড়লো আফ্রিকা মহাদেশের ছোট্টো একটি দেশ কেপ ভার্দে (Cape Verde)। প্রথমবারের জন্য ২০২৬ ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল তারা। এসওয়াটিনিকে ৩-০ গোলে হারিয়ে এই কৃতিত্ব গড়েছে কেপ ভার্দে।

রাজধানী প্রাইয়ায় অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। তবে ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে কেপ ভার্দেকে এগিয়ে দেন ডেইলন লিভ্রামেন্তো। দ্বিতীয় গোল করেন উইলি সেমেডো এবং তৃতীয় গোলটি করেন অভিজ্ঞ স্টোপিরা। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে যোগ্যতা অর্জন করল কেপ ভার্দে। দ্বিতীয় স্থানে থাকা ক্যামেরুনের পয়েন্ট ১৯।

ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জনের দৌড়ে কেপ ভার্দেকে সমর্থনের জন্য সে দেশে জাতীয় ছুটি ঘোষণা করা হয়। যাতে সকল দেশবাসী দলকে সমর্থন জানাতে পারেন। ২৫ বছর আগেও আন্তর্জাতিক ফুটবলে খুব একটা পরিচিত না থাকা কেপ ভার্দে এখন উত্তর আমেরিকায় বিশ্বকাপের মূলপর্বে আফ্রিকার প্রতিনিধি হিসেবে যাবে। ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া এবং ঘানা।

ইতিহাসে কেপ ভার্দে হলো দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ যারা বিশ্বকাপের মূলপর্বে খেলবে। এর আগে ২০১৮ সালে রাশিয়ায় খেলেছিল আইসল্যান্ড।

FIFA World Cup Qualifier: ইতিহাস কেপ ভার্দের, প্রথমবার ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন আফ্রিকান দেশটির
রোহিত-কোহলির ভবিষ্যত ঠিক করবে অস্ট্রেলিয়া সিরিজ! ২৭ বিশ্বকাপে রো-কো জুটির খেলা নিয়ে দাবি শাস্ত্রীর
FIFA World Cup Qualifier: ইতিহাস কেপ ভার্দের, প্রথমবার ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন আফ্রিকান দেশটির
FIFA World Cup 26: টেলস্টার থেকে ট্রাইওন্ডা, একনজরে ফিফা বিশ্বকাপের ফুটবল বিবর্তনের ইতিহাস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in