রোহিত-কোহলির ভবিষ্যত ঠিক করবে অস্ট্রেলিয়া সিরিজ! ২৭ বিশ্বকাপে রো-কো জুটির খেলা নিয়ে দাবি শাস্ত্রীর

People's Reporter: আগামী ২০২৭ ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে তাঁদের পারফরম্যান্সই অনেক কিছু নির্ধারণ করবে বলে মত রবি শাস্ত্রীর।
বিরাট কোহলি এবং রোহিত শর্মা
বিরাট কোহলি এবং রোহিত শর্মাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কারণ অনেকেই মনে করছেন এই সিরিজই হয়তো কোহলি এবং রোহিতের শেষ একদিনের সিরিজ হতে পারে। একই ইঙ্গিত দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও।

রবি শাস্ত্রী মনে করেন, আসন্ন ওডিআই সিরিজ তারকা রো-কো জুটির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২০২৭ ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে তাঁদের পারফরম্যান্সই অনেক কিছু নির্ধারণ করবে বলে মত তাঁর।

অস্ট্রেলিয়ার একদিনের সিরিজের বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে স্কোয়াডে রেখেছে বিসিসিআই। সিরিজ শুরু হবে আগামী ১৯ অক্টোবর থেকে। রোহিত এবং বিরাটের ভবিষ্যত নিয়ে শাস্ত্রী বলেন, “সবকিছু নির্ভর করছে ওদের ফিটনেস, ক্ষুধা (হাংগার) ও ফর্মের উপর। এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। ওরাও সিরিজ শেষে বুঝে যাবে ওরা কেমন অনুভব করছে, আর সেটাই নির্ধারণ করবে ওদের পরবর্তী পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “এই বয়সে ক্রিকেট উপভোগ করতে জানতে হবে, ক্ষুধাও থাকতে হবে। বড় ম্যাচে অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। চ্যাম্পিয়নস ট্রফিতেও আমরা সেটা দেখেছি। বড় মঞ্চে বড় খেলোয়াড়রাই জ্বলে ওঠে।”

শাস্ত্রী এও জানান, সাদা বলের ক্রিকেটে ভারত এখন অনেক শক্তিশালী। দলে একঝাঁক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ওডিআই সিরিজ কোহলি-রোহিতের জন্য শুধুই আরেকটা সিরিজ নয় বরং ২০২৭ বিশ্বকাপের আগে জাতীয় দলে তাঁদের অবস্থান কতটা মজবুত থাকবে, তারই বড় পরীক্ষা হতে চলেছে।

বিরাট কোহলি এবং রোহিত শর্মা
IND vs WI Test: দুরন্ত ক্যাম্পবেল, ২২ বছর পর ভারতের মাটিতে সেঞ্চুরি কোনো ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনারের!
বিরাট কোহলি এবং রোহিত শর্মা
FIFA World Cup 26: টেলস্টার থেকে ট্রাইওন্ডা, একনজরে ফিফা বিশ্বকাপের ফুটবল বিবর্তনের ইতিহাস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in