People's Reporter: সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার রাহুল গান্ধী বলেন, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি জানতে চাই, জনগণনা শেষ করতে কত সময় লাগবে? তিনি আরও বলেন, জাতিগত জনগণনা হল প্রথম ধাপ।
People's Reporter: মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিবৃতি দেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মূলত শিলচর থেকে শিলং হাইস্পিড করিডর, জাতিগণনা এবং আখের মূল্যের উপর জোর দেওয়া হয়।
People's Reporter: মহিলা, শিশু, তফশিলি জাতি ও উপজাতিদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েছে যথাক্রমে ৪%, ৮.৭%, ১৩.১% ও ১১.১ %। এই সময় সাইবার ক্রাইমের সংখ্যা বেড়েছে ২৪.৪ শতাংশ।
People's Reporter: পুলিশ সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণেই অনিচ্ছাকৃতভাবে মন্দিরের আঙিনায় প্রস্রাব করে ফেলেন। এর পর আরএসএস কর্মী সেখানে এসে রামপালের ওপর চড়াও হন।
People's Reporter: অখিলেশ যাদব এক্স মাধ্যমে এনসিআরবি-র সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে লেখেন, ২০২৩ সালে উত্তরপ্রদেশে দলিতদের উপর অপরাধের সংখ্যা ছিল ১৫,১৩০টি, যা দেশের মধ্যে সর্বাধিক।