People's Reporter: সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার রাহুল গান্ধী বলেন, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি জানতে চাই, জনগণনা শেষ করতে কত সময় লাগবে? তিনি আরও বলেন, জাতিগত জনগণনা হল প্রথম ধাপ।
People's Reporter: মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিবৃতি দেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মূলত শিলচর থেকে শিলং হাইস্পিড করিডর, জাতিগণনা এবং আখের মূল্যের উপর জোর দেওয়া হয়।
People's Reporter: মহিলা, শিশু, তফশিলি জাতি ও উপজাতিদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েছে যথাক্রমে ৪%, ৮.৭%, ১৩.১% ও ১১.১ %। এই সময় সাইবার ক্রাইমের সংখ্যা বেড়েছে ২৪.৪ শতাংশ।
সমাজবাদী পার্টির পক্ষে আজ সকালে এক ট্যুইট করে জানানো হয় - বিজেপির রাজত্বে দলিতদের ওপর অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। আকবরপুরে ক্ষমতায় থাকা গুন্ডারা দলিত যুবককে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মেরেছে।