UP: দলিতদের উপর অত্যাচারে শীর্ষে উত্তরপ্রদেশ! NCRB-র রিপোর্ট তুলে ধরে বিজেপিকে আক্রমণ অখিলেশের

People's Reporter: অখিলেশ যাদব এক্স মাধ্যমে এনসিআরবি-র সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে লেখেন, ২০২৩ সালে উত্তরপ্রদেশে দলিতদের উপর অপরাধের সংখ্যা ছিল ১৫,১৩০টি, যা দেশের মধ্যে সর্বাধিক।
অখিলেশ যাদব
অখিলেশ যাদবফাইল ছবি সংগৃহীত
Published on

উত্তরপ্রদেশে দলিতদের উপর হওয়া অত্যাচার নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। এনসিআরবি (National Crime Records Bureau) রিপোর্ট তুলে ধরে অন্যান্য রাজ্যের সাথে উত্তরপ্রদেশের তুলনা করলেন তিনি।

বৃহস্পতিবার অখিলেশ যাদব নিজের এক্স মাধ্যমে এনসিআরবি-র সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরেন। তিনি লেখেন, "দলিতদের উপর অপরাধে উত্তরপ্রদেশ দেশের শীর্ষে"। তাঁর দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালে উত্তরপ্রদেশে দলিতদের উপর অপরাধের সংখ্যা ছিল ১৫,১৩০টি, যা দেশের মধ্যে সর্বাধিক। তালিকায় এরপর রয়েছে যথাক্রমে রাজস্থান (৮,৪৪৯টি) ও মধ্যপ্রদেশ (৮,২৩২টি)।

অখিলেশ যাদব অভিযোগ করেন, এই পরিসংখ্যানই প্রমাণ করছে বিজেপি সরকারের নিরাপত্তা সংক্রান্ত দাবি কতটা ভিত্তিহীন। তাঁর বক্তব্য, “বিজেপি সরকারের কাজকে শুধু পক্ষপাতদুষ্ট বলা যথেষ্ট নয়, এর ফলে যে যন্ত্রণা ও অশ্রু ঝরেছে, তা-ও দেখা দরকার। উত্তরপ্রদেশে দলিত নির্যাতন চরমে।”

তিনি আরও বলেন, “এই পরিসংখ্যান নিয়ে একটি টিভি শো হওয়া উচিত। সংবাদমাধ্যমে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হওয়া উচিত। একটি এসআইটি গঠন করে তদন্ত হওয়া উচিত। দলিত নির্যাতন বন্ধে বিশেষ ইউনিট তৈরি করতে হবে।

এদিকে, উত্তরপ্রদেশ পুলিশ বুধবার এনসিআরবি তথ্য প্রসঙ্গে জানায়, রাজ্যে অপরাধের হার জাতীয় গড়ের তুলনায় অনেক কম। পুলিশের দাবি, রাজ্যের বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও ২০২৩ সালে অপরাধের হার ছিল প্রতি লক্ষে ১৮১.৩, যেখানে জাতীয় গড় ২৭০.৩। রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কৃষ্ণ বলেন, “যোগী আদিত্যনাথ সরকারের জিরো টলারেন্স নীতির কঠোর বাস্তবায়নের ফলেই অপরাধ নিয়ন্ত্রণে এসেছে।”

তিনি আরও জানান, ডেটা অ্যানালিটিক্স, কৌশলগত মোতায়েন এবং নিয়মিত সংস্কারের ফলে পুলিশের কার্যক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আগের থেকে পুলিশ অনেক সক্রিয় হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত হয়েছে বহু প্রত্যাশিত এনসিআরবি ক্রাইম রিপোর্ট ২০২৩। রিপোর্ট অনুসারে, দেশে ২০২২-এর তুলনায় ২০২৩-এ নথিভুক্ত অপরাধের সংখ্যা বেড়েছে ৪,১৬,৬২৩টি। সবথেকে বেশি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে উত্তরপ্রদেশে, ৪ লক্ষ ২৮ হাজার ৭৯৪। তালিকায় দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র, ৩ লক্ষ ৮৫ হাজার ৬২৩ টি।

অখিলেশ যাদব
Sonam Wangchuk: 'কেন নোটিশ দেওয়া হয়নি?' - ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
অখিলেশ যাদব
Rajasthan: জয়পুরের হাসপাতালে ভয়াবহ আগুন! ঝলসে মৃত্যু ৬ রোগীর, উঠল অব্যবস্থার অভিযোগ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in