Sonam Wangchuk: 'কেন নোটিশ দেওয়া হয়নি?' - ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

People's Reporter: গত সপ্তাহেই সোনমের স্ত্রী গীতাঞ্জলী অ্যাংমো জানান, সোনম ওয়াংচুকের মুক্তি চেয়ে আমি সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস আবেদন করেছি।
Sonam Wangchuk: 'কেন নোটিশ দেওয়া হয়নি?' - ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

সমাজকর্মী ও গবেষক সোনম ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট। কেন কোনো নোটিশ দেওয়া হয়নি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দুই বিচারকের বেঞ্চ। সোনমের স্ত্রী গীতাঞ্জলী অ্যাংমোর আবেদনের ভিত্তিতে সোমবার এই মামলার শুনানি হয়।

গত ২৬ সেপ্টেম্বর লেহ-তে বাস্তবের 'র‌্যাঞ্চো'কে তাঁর নিজের বাসভবন থেকে আটক করে পুলিশ। গ্রেফতারি অভিযানে নেতৃত্ব দেন লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়াল। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন জানায়, তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। বর্তমানে সোনমকে যোধপুর কারাগারে রাখা হয়েছে।

গত সপ্তাহেই সোনমের স্ত্রী গীতাঞ্জলী অ্যাংমো জানান, সোনম ওয়াংচুকের মুক্তি চেয়ে তিনি সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস আবেদন করেছেন। তিনি বলেন, "এক সপ্তাহ হয়ে গেল তারপরও আমার কাছে ওয়াংচুকের স্বাস্থ্য, তাঁর অবস্থা বা আটকের কারণ সম্পর্কে কোনও তথ্য নেই। আমার স্বামীকে যেখানেই আটক করা হোক না কেন, ফোনে এবং ব্যক্তিগতভাবে তাঁর সাথে দেখা করার বা কথা বলার অধিকার কি আমার নেই? আমি কি আমার স্বামীকে আটকের কারণ জানতে পারি না?"

গীতাঞ্জলীর আবেদনের শুনানি হয় বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারক এনভি আঞ্জারিয়ার বেঞ্চে। যেখানে সোনম ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলে আদালত।

ওয়াংচুকের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল জানান, পরিবারকে কোনও নোটিশ দেওয়া হয়নি। গ্রেফতারির কারণ না দেখলে সেটাকে চ্যালেঞ্জ করব কীভাবে?

যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ইতিমধ্যেই সোনম ওয়াংচুককে তাঁর গ্রেফতারি সম্পর্কে জানানো হয়েছে। এমনকি আটকের পর সোনমের ভাই তাঁর সাথে দেখা করেছেন। সোনমের স্ত্রীকেও কোনও বাধা দেওয়া হয়নি। কেবল মিডিয়া এবং লাদাখের মানুষের কাছে বিষয়টিকে ভুলভাবে তুলে ধরার জন্য দেখা করতে না দেওয়ার কথা ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, ওয়াংচুকের সাথে কারা কারা দেখা করতে পারবেন তার একটি তালিকা দেওয়া হয়েছে। যেখানে ১২ জনের নাম রয়েছে। তাই অনুমতি দেওয়া নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন।

আদালত স্পষ্ট জানায়, গ্রেফতারির কারণ দেখাতে হবে। পরিবারের সদস্যদের হাতে সেই নোটিশ প্রদান করতে হবে। স্ত্রীকে কেন গ্রেফতারির কারণ জানানো হবে না? তাছাড়া ওয়াংচুককে প্রয়োজনীয় ওষুধ, পোশাক এবং চিকিৎসা পরিষেবা দিতে হবে। তাঁকে অনশনরত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। ফলে তাঁর চিকিৎসায় ত্রুটি হওয়া কাম্য নয়।

এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা আগামী ১৪ অক্টোবর।

Sonam Wangchuk: 'কেন নোটিশ দেওয়া হয়নি?' - ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
Rajasthan: জয়পুরের হাসপাতালে ভয়াবহ আগুন! ঝলসে মৃত্যু ৬ রোগীর, উঠল অব্যবস্থার অভিযোগ
Sonam Wangchuk: 'কেন নোটিশ দেওয়া হয়নি?' - ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
Cyclone Shakti: আরব সাগরে ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’! মহারাষ্ট্রে জারি সতর্কতা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in