সিপিআই-এমের বর্তমান বিধায়ক মোবোশার আলী, যিনি শুক্রবার নয়াদিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন, উত্তর ত্রিপুরায় তার পুরানো নির্বাচনী এলাকা কৈলাসহর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিন দুপুরে রাজ্যপালের কাছে এক লাইনের ইস্তফাপত্র পাঠিয়ে নিজের পদ থেকে ইস্তফা দেন এই বিজেপি নেতা। উল্লেখ্য, আগামী ২০২৩ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচন।
তাঁর দাবি, বিরোধীদের জনপ্রিয়তা দিনদিন কমছে। তাই তারা এখন এই ধরনের হিংসার পথ অবলম্বন করেছে। সিপিআইএম তাদের হারানো জমি ফিরে পেতে এই ধরনের হিংসাত্মক কাজ করছে।
People's Reporter: রবিবার নিজের এক্স হ্যান্ডেলের এক পোষ্টে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় লেখেন – “জুলাই ১৭৮৯…বিক্ষুব্ধ জনতার হাতে বাস্তিল দুর্গের পতন ঘটে, ঐতিহাসিক ফরাসি বিপ্লবের সূচনা হয়।’