

সবকিছু ঠিকঠাক চলছে দেখাবার চেষ্টা হলেও মহারাষ্ট্রে মহাযুতি জোটের বিজেপি এবং শিবসেনা সিন্ধে গোষ্ঠীর মধ্যে বিবাদ ক্রমশ বাড়ছে। এমনিতেই বৃহণমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর মেয়দ পদ নিয়ে দ্বন্দ্ব আছে। তার মাঝেই রাজ্যের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধেকে নিয়ে মাঝেমাঝেই তোপ দাগছেন বিজেপি নেতৃত্ব। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার একনাথ শিন্ধের দিকে এই মন্তব্য ধেয়ে এসেছে। এবার রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা গণেশ নায়েক প্রকাশ্যেই জানালেন, বিজেপি নেতৃত্ব চাইলে তিনি রাজনৈতিকভাবে একনাথ শিন্ধেকে ‘মুছে’ দেবেন।
দুই জোটসঙ্গীর মধ্যে এই ধরণের বিতণ্ডায় মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। বিশেষ করে পুর নির্বাচনের পর বিজেপির এক অংশ জোরের সঙ্গে বলতে শুরু করেছেন, বিজেপি একক শক্তিতে লড়াই করলে বহু জায়গায় ফলাফল আরও ভালো হত। বিশেষ করে থানে, কল্যাণ, উল্লাসনগর প্রভৃতি অঞ্চলে। তারা প্রকাশ্যেই জানাচ্ছেন, জোট ধর্ম মেনে আসন ভাগাভাগি করতে গিয়ে বিজেপির কর্মীরা ক্ষুব্ধ হয়েছে, তাই ফলাফল খারাপ হয়েছে।
উল্লেখ্য, বিএমসি নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই শিন্ধে সেনা এবং বিজেপির মধ্যে কিছুটা হলেও দূরত্ব বেড়েছে। বিশেষ করে একনাথ শিন্ধে শিবিরের পক্ষ থেকে মেয়র পদ নিয়ে অনড় মনোভাবের কারণে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছে। দুই পক্ষের মধ্যে জটিলতা আরও বাড়ে একনাথ শিন্ধে নিজের দলের নির্বাচিত কর্পোরেটরদের পাঁচতারা হোটেলে সরিয়ে নেওয়ায়।
পুর নির্বাচনের আগেই গত বছরের নভেম্বর মাসের শেষ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে একনাথ শিন্ধে অভিজোগ করেছিলেন, বিজেপি তাঁর দলের নেতা কর্মীদের ভাঙিয়ে নিচ্ছে। প্রায় একই সময়ে শিন্ধে সেনার বিধায়ক নীলেশ রানে দাবি করেছিলেন, ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছে বিজেপি। তিনি আরও অভিযোগ করেন, মহারাষ্ট্র বিজেপি সভাপতি রবীন্দ্র চভন সিন্ধুদুর্গে এসে ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণের ব্যবস্থা করেছিলেন।
নির্বাচনের আগেই মহাযুতি শিবির অপর জোটসঙ্গী উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এনসিপি-কে আলোচনার বাইরে রেখেছিল। ফলে এই মুহূর্তে কিছুটা হলেও রাজনৈতিক জটিলতার মধ্যে রয়েছে মহাযুতি শিবির। বিশেষ করে একনাথ শিন্ধে ঠিক করতে চাইছেন তা বিজেপির কাছে স্পষ্ট নয়। যদিও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, একনাথ শিন্ধের সঙ্গে আলোচনার পরেই মুম্বাইয়ের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
মহারাষ্ট্রে শিবসেনাকে দু'টুকরো করে ক্ষমতাসীন উদ্ধব ঠাকরের মহা বিকাশ আঘাদি সরকারের পতনে বড়ো ভূমিকা নিয়েছিলেন একনাথ শিন্ধে। ২০২২-এ এই ঘটনার পর বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন শিবসেনা শিন্ধে গোষ্ঠীর প্রধান একনাথ শিন্ধে। ওই সময় তিনি শিবসেনার প্রায় ২৫ জন বিধায়ককে সঙ্গে নিয়ে অন্য রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন