People's Reporter: ডিসেম্বর মাসের ৬ তারিখ থেকে এই নিয়ে তৃতীয় বার কৃষকরা দিল্লি অভিমুখে যাবার চেষ্টা করছেন। যদিও ডিসেম্বর ৬ এবং ৮ - এর আগের দুবারই তাঁদের দিল্লি যাবার পথ আটকে দেওয়া হয়েছে।
People's Reporter: নয়ডার অ্যাডিশনাল সিপি (আইনশৃঙ্খলা) শিবহরি মীনা জানান, ৪,০০০-র বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বেশ কয়েকজন কৃষক নেতাকে আটক করা হয়েছে।
People's Reporter: সংযুক্ত কিষাণ মোর্চার নেতা সরবন সিংহ পান্ধের বলেন, ‘‘২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি স্থগিত থাকবে। তবে আমরা সীমানা ছাড়ব না। সেখানে বসেই অপেক্ষা করব।’’