৫ দফা দাবিতে সংসদ ভবন ঘেরাও অভিযান কৃষকদের, নিরাপত্তা জোরদার নয়ডা-দিল্লি সীমান্তে

People's Reporter: নয়ডার অ্যাডিশনাল সিপি (আইনশৃঙ্খলা) শিবহরি মীনা জানান, ৪,০০০-র বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বেশ কয়েকজন কৃষক নেতাকে আটক করা হয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

ফের দিল্লি অভিযানে নামছেন কৃষকরা। ৫ দফা দাবি নিয়ে সোমবার নয়ডা থেকে সংসদ ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছে ভারতীয় কিষাণ পরিষদ (বিকেপি)। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও প্রস্তুত রয়েছে। নয়ডা-দিল্লি সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বসানো হয়েছে ব্যারিকেড।

একাধিক দাবি নিয়ে কৃষকদের দিল্লি অভিযান নতুন নয়। বিজেপি সরকারের আমলে এর আগেও একাধিকবার কৃষক আন্দোলনের সাক্ষী থেকেছে দেশ। দিল্লি অভিযানও হয়েছে বহুবার। এবার শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি।

মিছিল শুরু হয়েছে উত্তরপ্রদেশের নয়ডার মহামায়া উড়ালপুলের নীচে থেকে। পায়ে হেঁটে, ট্রাক্টর এবং ট্রলি নিয়ে মিছিল করে সংসদ ভবনের দিকে এগিয়ে আসছেন কৃষকরা। মিছিল চলাকালীনই বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করবে সংযুক্ত কিষাণ মোর্চা, কিষাণ মজদুর মোর্চা সহ একাধিক সংগঠন।

কৃষকদের ৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল, ১ জানুয়ারি ২০১৪ সালের পর যে সকল জমি অধিগ্রহণ হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে ২০ শতাংশ প্লট দিতে হবে। পাশাপাশি পুরনো জমি অধিগ্রহণ আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের ১০ শতাংশ প্লট ও ৬৪.৭% বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে যা কিনা বাজারমূল্যের ৪ গুণ। এছাড়া জমিহীন কৃষকদের সন্তানের জন্য কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকে। এই সকল বিষয়ে দ্রুত সরকারি নির্দেশিকা জারি করতে হবে সরকারকে।

কৃষকদের আন্দোলন রুখতে তৈরি রয়েছে প্রশাসনও। নয়ডার অ্যাডিশনাল সিপি (আইনশৃঙ্খলা) শিবহরি মীনা জানান, ৪,০০০-র বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বেশ কয়েকজন কৃষক নেতাকে আটক করা হয়েছে। আমরা কোনো মূল্যে কৃষকদের দিল্লি যেতে দেব না।

নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে হয়ে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে দিল্লি এবং গ্রেটার নয়ডার পারি চক হয়ে সিরসা থেকে সুরাজপুর যাওয়ার রুটে সমস্ত ধরণের পণ্যবাহী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in