
২৬ বছর পর দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। ভরাডুবি হয়েছে আপের। দশ বছর পর বদল দেখতে চলেছে দিল্লিবাসী। আর এই বদল নিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, “পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে দিল্লীবাসী। বর্তমান যা পরিস্থিতি, তাতে বিরক্ত হয়ে গিয়েছিলেন সকলে”।
এদিন প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “যেভাবে পরিস্থিতি ছিল তাতে বিরক্ত হয়ে গিয়েছিলেন সকলে। পরিবর্তন চেয়েছিলেন সবাই। আমি মনে করি তাঁরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। যাঁরা জয়ী হয়েছেন, তাঁদের সবাইকে আমার অভিনন্দন”।
দলীয় কর্মীদের উদ্দেশ্যে ওয়াইনাডের সাংসদ আরও বলেন, “আমাদের বাকিদের সকলকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। মানুষের সঙ্গে থাকতে হবে। জনগণের সমস্যাগুলির প্রতি আরও প্রতিক্রিয়াশীল হতে হবে”।
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা (৩৬) থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে বিজেপি। অন্যদিকে, ৩০ আসনের গণ্ডি এখনও পেরোতে পারেনি আপ। বিজেপি এগিয়ে ৪৭ টি আসনে। সেখানে আপ এগিয়ে ২৩ টিতে। গত দু'বারের মতো, এবারেও শূন্য কংগ্রেস।
আপের একাধিক তাবড় তাবড় নেতা পরাজিত হয়েছেন। নয়া দিল্লি আসনে পরাজিত হয়েছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল, জংপুরাতে পরাজিত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। অন্যদিকে, কালকাজি আসনে বিজেপির রমেশ বিধুরিকে হারিয়ে জিতেছেন আপ নেত্রী তথা দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী। শালিমার বাগ, ত্রি নগর কেন্দ্র, রাজৌরি গার্ডেন কেন্দ্রে পরাজিত হয়েছে আপ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন