Delhi Assembly Polls: দিল্লি নির্বাচনে গেরুয়া ঝড়, পরাজিত কেজরিওয়াল সহ একাধিক আপ নেতা! জয়ী অতিশী

People's Reporter: ২৬ বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি। একের পর এক আপের হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হচ্ছেন।
অতিশী মারলেনা, মনীশ সিসোদিয়া এবং অরবিন্দ কেজরিওয়াল
অতিশী মারলেনা, মনীশ সিসোদিয়া এবং অরবিন্দ কেজরিওয়ালফাইল ছবি
Published on

দিল্লি বিধানসভা নির্বচনে পরাজিত হলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। হারতে হয়েছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মনীশ সিসোদিয়াকেও। তবে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা জয়ী হয়েছেন।

২৬ বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি। একের পর এক আপের হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হচ্ছেন। যার মধ্যে রয়েছেন খোদ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নয়া দিল্লি আসনে ৩০০০-র বেশি ব্যবধানে বিজেপি প্রার্থী পরবেশ সাহিব সিং-র কাছে পরাজিত হন তিনি।

অন্যদিকে, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জাংপুরা আসন থেকে পরাস্ত হয়েছেন। বিজেপি প্রার্থী তরবিন্দর সিং মারওয়ার কাছে প্রায় ৬০০ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

এছাড়া শালিমার বাগ কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা গুপ্তার কাছে ২৯,৫৯৫ ব্যবধানে পরাজিত হয়েছেন আপ প্রার্থী বন্দনা কুমারী। ত্রি নগর কেন্দ্রে আপ প্রার্থী প্রীতি জিতেন্দ্র তোমারকে ১৫,৮৯৬ ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী তিলক রাম গুপ্তা।

রাজৌরি গার্ডেন কেন্দ্রে ১৮,১৯০ ভোটে বিজেপি প্রার্থী মনজিন্দর সিং সিরসার কাছে পরাজিত হন আপ প্রার্থী এ ধানবতী চন্দেলা এ। রাজিন্দর নগর কেন্দ্রে আপের দুর্গেশ পাঠক ১,২৩১ ভোটে বিজেপি প্রার্থী উমাং বাজাজের কাছে পরাজিত হয়েছেন। সঙ্গম বিহার কেন্দ্রে মাত্র ৩৪৪ ভোটে পরাজিত হয়েছেন আপের দীনেশ মোহানিয়া। জয়ী হয়েছেন চন্দন কুমার চৌধুরী।

একের পর এক আপের হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হলেও জয়ী হয়েছেন অতিশী মারলেনা। কালকাজি আসনে প্রথমে বেশ কয়েকটি রাউন্ড পিছিয়ে ছিলেন তিনি। তবে শেষে ব্যবধান বাড়িয়ে জয়ী হন। ৩ হাজারের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এই আসনে পরাজিত হয়েছেন বিজেপির রমেশ বিধুরি।

এছাড়া কোন্দলি, তুঘলাকাবাদ, দিল্লি ক্যান্ট, তিলক নগর, বল্লিমারান এবং সুলতানপুর মারজা কেন্দ্রে জয়ী হয়েছেন আপ প্রার্থীরা।

অতিশী মারলেনা, মনীশ সিসোদিয়া এবং অরবিন্দ কেজরিওয়াল
Delhi Polls: 'আরও লড়াই করো নিজেদের মধ্যে' - দিল্লি নির্বাচনে ফল বেরোতেই আপ-কংগ্রেসকে তোপ ওমরের
অতিশী মারলেনা, মনীশ সিসোদিয়া এবং অরবিন্দ কেজরিওয়াল
Yediyurappa: হাইকোর্টে আগাম জামিন মঞ্জুর কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর! তবে বাতিল নয় পকসো মামলা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in