Yediyurappa: হাইকোর্টে আগাম জামিন মঞ্জুর কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর! তবে বাতিল নয় পকসো মামলা

People's Reporter: ২০২৪ সালের ১৪ মার্চ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এক ১৭ বছরের নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে।
বিএস ইয়েদুরাপ্পা
বিএস ইয়েদুরাপ্পাফাইল ছবি সংগৃহীত
Published on

নাবালিকাকে যৌন হেনস্থা মামলায় কিছুটা স্বস্তি পেলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিনিয়র বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। শুক্রবার পকসো মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আগাম জামিন দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে মামলা বাতিল করেনি আদালত। মামলাটি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। বিচারপতি এম নাগাপ্রসন্ন উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই নির্দেশ দিয়েছেন।

২০২৪ সালের ১৪ মার্চ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক ১৭ বছরের নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। ওই নাবালিকার মায়ের অভিযোগ ছিল, বেঙ্গালুরুর ডলারস কলোনিতে ইয়েদুরাপ্পার বাসভবনেই তাঁর মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এমনকি টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টারও অভিযোগ ওঠে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ৮২ বছরের প্রবীণ বিজেপি নেতার বিরুদ্ধে পকসো আইনের ৪ নম্বর ধারায় যৌন হয়রানি এবং ভারতীয় দণ্ডবিধি ৩৫৪ (এ) –এর অধীনে এফআইআর নথিভুক্ত করে। উল্লেখ্য, ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ তোলার কয়েক মাস পরেই রহস্যমৃত্যু হয় নির্যাতিতার মায়ের

এদিন শুনানিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইনজীবী আদালতে জানান, নির্যাতিতা এবং তাঁর মা পূর্বের একটি মামলার বিষয়ে বিজেপি নেতার কাছে গিয়েছিলেন। অভিযোগ ছিল, নাবালিকাকে আগেও অন্য একজন যৌন নির্যাতন করেছিল। যদিও পাল্টা রাজ্যের আইনজীবী জানায়, ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এই ‘জঘন্য’ অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে।

দুই পক্ষের বক্তব্য শুনে আদালত বিজেপি নেতার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। পাশাপাশি, মামলাটি বিচারের জন্য ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। এদিন ইয়েদুরাপ্পার হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী সিভি নাগেশ এবং পরিবারের পক্ষে সওয়াল করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অধ্যাপক রবিবর্মা কুমার এবং অ্যাডভোকেট এস বালান।

অন্যদিকে, হাইকোর্টে শুনানির পর কর্ণাটকের বিজেপি রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র জানিয়েছেন, এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “আমরা সবসময় বলে আসছি এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নিম্ন আদালতের জারি করা সমন স্থগিত করেছে হাইকোর্ট। এখন শুধু নিম্ন আদালতের রায়ের অপেক্ষা”।

অন্য দিকে, শুক্রবারই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াও কর্ণাটক হাইকোর্টে স্বস্তি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে জমি দুর্নীতি মামলার সিবিআই তদন্তের দাবি খারিজ করেছে হাইকোর্ট। বাজারদরের তুলনায় অনেক কম দামে মায়সুরুর অভিজাত এলাকায় ১৪টি জমি বরাদ্দ করা হয়েছিল সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের নামে বলে অভিযোগ উঠেছিল। সেই মামলায় সিবিআই তদন্তের দাবি খারিজ করেছে হাইকোর্ট।

বিএস ইয়েদুরাপ্পা
জমি কেলেঙ্কারিতে বিপাকে সিদ্দারামাইয়া! রাজ্যপালের দেওয়া তদন্তের নির্দেশ বহাল কর্ণাটক হাইকোর্টে
বিএস ইয়েদুরাপ্পা
Karnataka: দুর্নীতি মামলায় বিপাকে BJP নেতা ইয়েদুরাপ্পা - FIR দায়ের করার নির্দেশ আদালতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in