LIC: ফের এলআইসি-র শেয়ার বিক্রির তোড়জোড়, এবার বিক্রি হতে পারে আরও ৬.৫ শতাংশ

People's Reporter: বর্তমানে কেন্দ্রীয় সরকারের কাছে এলআইসি-র ৯৬.৫ শতাংশ শেয়ার আছে। ২০২২-এ যে ৩.৫ শতাংশ শেয়ার আইপিও-র মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছিল তার দাম রাখা হয়েছিল শেয়ার পিছু ৯০২ থেকে ৯৪৯ টাকা।
আবারও বিক্রি হতে চলেছে এলআইসি-র শেয়ার
আবারও বিক্রি হতে চলেছে এলআইসি-র শেয়ারগ্রাফিক্স - আকাশ
Published on
Summary

* ২০২২-এ বিক্রি করা হয়েছিল এলআইসি-র ৩.৫ শতাংশ শেয়ার।

* এবার বিক্রি করার ভাবনা আরও ৬.৫ শতাংশ শেয়ার।

* বর্তমানে সরকারের হাতে আছে এলআইসি-র ৯৬.৫ শতাংশ শেয়ার।

২০২২-এর পর আরও একবার নিজেদের হাতে থাকা লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন (LIC)-র শেয়ার আংশিক বিক্রি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ২০২২ সালের মে মাসে সরকারের কাছে থাকা এলআইসি-র শেয়ারের ৩.৫ শতাংশ শেয়ার ছেড়ে দিয়েছিল কেন্দ্র। যা ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO)-র মাধ্যমে বিক্রি করে ২১ হাজার কোটি টাকা তুলেছিল সরকার

সূত্র অনুসারে, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আরও একবার এলআইসি-র শেয়ার আংশিক বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এবার সরকার নিজেদের হাতে থাকা এলআইসি-র শেয়ারের ৬.৫ শতাংশ বিক্রি করতে চলেছে। নিয়ম অনুসারে ২০২৭ সালের মে মাসের ১৬ তারিখের মধ্যে এলআইসি-র ১০ শতাংশ পাবলিক শেয়ারহোল্ডিং প্রয়োজন।

বর্তমানে কেন্দ্রীয় সরকারের কাছে এলআইসি-র ৯৬.৫ শতাংশ শেয়ার আছে। ২০২২-এ যে ৩.৫ শতাংশ শেয়ার আইপিও-র মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছিল তার দাম রাখা হয়েছিল শেয়ার পিছু ৯০২ থেকে ৯৪৯ টাকা। এবারে যদিও কোনও সময় এই শেয়ার বিক্রি করা হবে তার দাম কত হবে তা এখনও স্থির হয়নি।

সরকারের কাছে এলআইসি-র ২০ শতাংশ পর্যন্ত অংশীদারিত্ব বিদেশী বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার অনুমোদন রয়েছে। যদিও এখনও পর্যন্ত তার অর্ধেক অংশেরও কম বিক্রি করা হয়েছে। আগামী কয়েক বছরে, সরকার তাদের অংশীদারিত্ব ৯৬.৫ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশেও নামিয়ে আনতে পারে। কিন্তু বিলগ্নিকরণের বর্তমান পদ্ধতি এবং সরকারের সম্পদের অবস্থান বিবেচনা করলে, এই ধরনের অংশীদারিত্ব হ্রাসের সম্ভাবনা কম।

বুধবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) বন্ধ হবার সময় এলআইসি-র শেয়ারের দাম ছিল ৯২৬.৯০ পয়সা। যা প্রায় ২.০২ শতাংশ নীচে আছে। এদিন এলআইসি-র শেয়ারের দাম নেমেছে ১৯ টাকা ১০ পয়সা। বৃহস্পতিবার এলআইসি-র ডে হাই ছিল ৯৪১.৯৫ টাকা এবং ডে লো ছিল ৯২১ টাকা। এলআইসি-র শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ১,২২২ টাকা এবং সর্বনিম্ন দাম ৭১৫ টাকা ৩০ পয়সা। এলআইসি-র শেয়ারের বর্তমান মোট বাজার মূল্য ৫.৮৬ লক্ষ কোটি টাকা।

বিরোধীদের এবং ইউনিয়নের বিরোধিতা অগ্রাহ্য করে ২০২২ সালের ৪ মে শুরু হয় এলআইসি-র শেয়ার বিক্রি। এই শেয়ার বিক্রির তুমুল বিরোধিতা করে ওইদিন সারা দেশ জুড়ে দু'ঘণ্টার ধর্মঘটের আহ্বান জানায় সারা ভারত বিমা কর্মচারী সমিতি। পশ্চিমবঙ্গ তথা সারা দেশের বিভিন্ন প্রান্তের এবং পূর্বাঞ্চলের সব বিমা দপ্তর এবং শাখাগুলি ওইদিনের বনধে সামিল হয়।

Keywords : LIC Share Sale, LIC Disinvestment 2025, LIC Stake Sale, Government Selling LIC Shares, Latest LIC News.

আবারও বিক্রি হতে চলেছে এলআইসি-র শেয়ার
LIC: জীবন বিমা নিগমের শেয়ার বিদেশী সংস্থাকে বিক্রি করতে মরিয়া কেন্দ্র, একাধিক আইন সংশোধন
আবারও বিক্রি হতে চলেছে এলআইসি-র শেয়ার
LIC: শেয়ার বিক্রির জের, সারা দেশজুড়ে বিক্ষোভ ভারতীয় বিমা কর্মীদের, ২ ঘন্টার কর্মবিরতি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in