Pahalgam: পাকিস্তানের সাথে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করল ভারত! কৃষিক্ষেত্রে বিরাট ক্ষতির আশঙ্কা

People's Reporter: বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকের পরই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশরি কড়া পদক্ষেপগুলির কথা জানান।
পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের
পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতেরছবি - সংগৃহীত
Published on

পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা গোটা ভারত জুড়ে। পাকিস্তানকে কড়া জবাব দিতে ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। যার মধ্যে অন্যতম হল সিন্ধু নদের জলবন্টন চুক্তি স্থগিত করা। এর ফলে পাকিস্তানের কৃষিক্ষেত্র ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে বিশেষজ্ঞদের মত।

বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকের পরই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশরি পদক্ষেপগুলির কথা জানান। তিনি বলেন, পাকিস্তানের সাথে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা হল।

আটারি সীমান্তও বন্ধ করা হচ্ছে। সমস্ত পাক নাগরিকদের ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ (এসভিইএস)-এর অধীনে ভিসা দেওয়া বন্ধ হবে। আগে যে ভিসা দেওয়া হয়েছিল তা বাতিল ঘোষণা করা হল। এই ভিসার অধীনে থাকা সকল পাকিস্তানিকে ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এসভিইএস হল ‘সার্ক’-এর দেশগুলির (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা) মধ্যে স্বাক্ষরিত একটি বিশেষ চুক্তি, যার সাহায্যে ব্যক্তিগত ভিসা ছাড়াও এই সাত দেশের মধ্যে যাতায়াত করতে পারেন নাগরিকরা। পাকিস্তানের ক্ষেত্রে এই অনুমতি তুলে নিচ্ছে ভারত।

এছাড়া ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের ভারতীয় উপদেষ্টাদের দেশে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে। দুটি দেশের হাইকমিশনের আধিকারিক সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হল। আর দিল্লিতে অবস্থিতি পাকিস্তানি দূতাবাসে থাকা উপদেষ্টাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান সবথেকে ক্ষতির মুখে পড়বে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত হওয়ার কারণে। ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খানের মধ্যে ভারত-পাক সিন্ধু জলবণ্টন চুক্তি স্বাক্ষর হয়েছিল। বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী সিন্ধু এবং তার দুই উপনদী, বিতস্তা (ঝিলম) ও চন্দ্রভাগার (চেনাব) জলের উপরে পাকিস্তানের অধিকার ও কর্তৃত্ব থাকবে। ভারতের নিয়ন্ত্রণে থাকবে তিন উপনদী — বিপাশা (বিয়াস), শতদ্রু (সাটলেজ) এবং ইরাবতী (রাভি) নদীর জলে।

চুক্তি ভাঙার ফলে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে জলসেচ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। যার প্রভাব কৃষিতে পড়বে। এমনিতে আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তান। সিন্ধু নদের জল না পেলে আরও সমস্যা বাড়বে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের।

পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের
Pahalgam: পহেলগাঁও জঙ্গী হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামলো CPIM, শুক্রে কলকাতায় কেন্দ্রীয় মিছিল
পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের
Pahalgam: 'কড়া পদক্ষেপ চাই' - সন্ত্রাসবাদ দমনে একজোট BJP, CPIM, কংগ্রেস সহ দেশের সমস্ত রাজনৈতিক দল!
পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের
Pahalgam: পহেলগাঁও কাণ্ডের জের! জঙ্গি হানার আতঙ্কে হাই অ্যালার্ট জারি দিল্লি-সহ একাধিক শহরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in