
মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। এরপরেই দেশের একাধিক মেট্রো শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লি, মুম্বাই, জয়পুর এবং অমৃতসরের মতো একাধিক শহর।
২০১৯ সালে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে ভয়াবহ জঙ্গি হানার ঘটনা ঘটেছিল। এরপর পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হলেন ২৬ জন। এই মুহুর্তে থমথমে উপত্যকা। বন্ধ রয়েছে দোকানবাজার। আজ উপত্যকা জুড়ে বনধ পালিত হয়েছে। আর এই আবহে স্বাভাবিক নিয়ম মেনে দেশের মেট্রো শহরগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
এই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে রাজধানী। সেখানে একে তো রয়েছে সুপ্রিম কোর্ট, লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ স্থান। রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন। পাশাপাশি, বর্তনামে দিল্লিতে রয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেড ইভান্স। ফলে দিল্লিকে কার্যত দূর্গে পরিণত করা হয়েছে। চলেছে নাকা চেকিং। সূত্রের খবর, সমস্ত পুলিশ ইন্সপেক্টর, জোনাল ডেপুটি কমিশনারদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া নিজ নিজ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি তল্লাশিও চালানো হচ্ছে।
দিল্লির পাশাপাশি মুম্বাই, অমৃতসর, জয়পুরেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বাণিজ্যনগরের গুরুত্বপূর্ণ অফিস, পর্যটনস্থলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সমুদ্র উপকূলে চলছে নজরদারি। এছাড়া অমৃতসরের স্বর্ণমন্দির এবং জয়পুরের পর্যটনস্থলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই সমস্ত এলাকার পুলিশ আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। সতর্ক করা হয়েছে। এমনকি গোয়েন্দা সূত্রের কোনও খবর অবহেলা করা যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন