
কাশ্মীরের পহেলগামে বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করলো সিপিআইএম। এছাড়া শুক্রবার কলকাতায় কেন্দ্রীয় প্রতিবাদ মিছিল করা হবে রাজ্য বামফ্রন্টের তরফ থেকে। ওইদিন বিকেল পাঁচটায় ধর্মতলায় লেনিন মূর্তির সামনে থেকে মিছিল শুরু হবে, শেষ হবে শিয়ালদহে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামের বৈসরন উপত্যকায় নৃশংস জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন। হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।
এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার কলকাতার বেশ কিছু এলাকায় প্রতিবাদ মিছিল করে সিপিআইএম। যাদবপুরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পথে নামেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। মিছিল শেষে পালবাজারে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন তিনি। খিদিরপুর এলাকায় প্রতিবাদ মিছিলে বহু মানুষ শামিল হয়েছিলেন। মিছিলে অংশ নেন ফৈয়াজ খান সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
ফৈয়াজ খান বলেন, “বর্বর হামলাকারী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতেই আমাদের মিছিল। পাশাপাশি এই নৃশংস হামলার ঘটনাকে ব্যবহার করে সাম্প্রদায়িক শক্তি যে বিভাজনের রাজনীতির চেষ্টা করছে তাকেও আমরা ধিক্কার জানাচ্ছি। সম্প্রীতি বজায় রেখে সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসবাদের মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি।“
জঙ্গিহানার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বুধবার হাওড়া জেলার বিভিন্ন অঞ্চলে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। সালকিয়া, রামরাজাতলা ও আমতায় সিপিআই(এম)'র উদ্যোগে ধিক্কার মিছিল করা হয়। কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগের বিফলতার বিরুদ্ধেও ধিক্কার জানানো হয় মিছিল থেকে।
২৬ জনে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুধবার সিপিআই (এম) বারাসাত উত্তর -পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে মিছিল সংগঠিত করা হয়।
বর্বোরোচিত হামলায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করে বসিরহাট এলাকায় মিছিল করে সিপিআইএম।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নদিয়ার পলাশিতে মোমবাতি মিছিল করে স্থানীয় সিপিআইএম কর্মীরা।
সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরেও মিছিল করে সিপিআই(এম)। মিছিলে ছিলেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ রায় সহ নেতৃবৃন্দ।
এছাড়াও হুগলী, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং সহ একাধিক জেলায় বুধবার ধিক্কার মিছিল করেছে সিপিআইএম। সমস্ত মিছিল থেকেই দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তি গ্রহণের দাবি তোলা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন