

দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আরএসএস ঘনিষ্ঠ রেখা গুপ্তা। বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে এক প্রকাশ্য সমাবেশে তিনি দিল্লির সদ্যনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। উল্লেখযোগ্যভাবে এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল। একাধিক রাজ্যের বিজেপি এবং এনডিএ জোটের মুখ্যমন্ত্রীরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
এদিন রেখা গুপ্তার সঙ্গেই শপথ নিয়েছেন পরবেশ ভার্মা, কপিল শর্মা, মঞ্জিনদর সিরসা, আশিস সুদ, পঙ্কজ কুমার সিং এবং রবিন্দর ইন্দরাজ সিং। দিল্লি বিধানসভার নতুন স্পিকার হিসেবে নাম ঘোষণা হয়েছে বিজেন্দর গুপ্তা।
বৃহস্পতিবারের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, রাজনাথ সিং, ছাড়াও উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, শীর্ষ স্তরের এনডিএ নেতা পবন কল্যাণ, অজিত পাওয়ার, একনাথ শিন্ধে, প্রফুল্ল প্যাটেল, ধর্মেন্দ্র প্রধান প্রমুখ।
দীর্ঘ ৩২ বছর ধরে আরএসএস-এর সঙ্গে যুক্ত এবং প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া বিধায়ক রেখা গুপ্ত অতীতে দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং দলের মহিলা মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক হন। বর্তমানে তিনি বিজেপি মহিলা মোর্চার জাতীয় সহ সভাপতি। দীর্ঘ ২৬ বছর পর দিল্লির শাসনক্ষমতায় ফেরার পর রেখা গুপ্তাকেই বিজেপি শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেন।
সদ্যসমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমার বাগ কেন্দ্র থেকে তিনি আম আদমি পার্টির বন্দনা কুমারীকে ২৯ হাজার ভোটে পরাজিত করেন। এর আগে ২০১৫ এবং ২০২০-র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি পরাজিত হয়েছিলেন। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার নির্বাচনে এবার বিজেপি জয়ী হয়েছে ৪৮ আসনে এবং আপ জয়ী হয়েছে ২২ আসনে।
এর আগে দিল্লীতে তিনজন মহিলা মুখ্যমন্ত্রী দায়িত্ব সামলেছেন। তাদের মধ্যে আছেন সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত ও অতিশী মারলেনা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন