
কুম্ভমেলায় মহিলাদের স্নানের এবং পোশাক পরিবর্তনের আপত্তিকর ভিডিও তুলে সমাজমাধ্যমে বিক্রি করা হচ্ছে! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠলো এবার। অভিযোগ পাওয়ার পর তড়িঘড়ি দুটি অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ওই দুটি অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা রজু হয়েছে। আরও অ্যাকাউন্ট চিহ্নিত করতে মেটার সাহায্য চাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ১৭ ফেব্রুয়ারি মহিলা পুণ্যার্থীদের পুণ্যস্নানের আপত্তিকর ভিডিও পোষ্ট করার অভিযোগ ওঠে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @neha1224872024-এর বিরুদ্ধে। এরপর ১৯ ফেব্রুয়ারি, বুধবার আরও একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট, নাম - CCTV CHANNEL 11-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওই টেলিগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মহিলাদের স্নানের ভিডিও বিক্রি করার অভিযোগ ওঠে। উত্তরপ্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, দুটি অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। এই ধরণের ঘটনা আটকাতে মেটার সাহায্য চাওয়া হয়েছে।
প্রশান্ত কুমার আরও জানিয়েছেন, "মহিলাদের গোপনীয়তা রক্ষায় কোনও আপস করা হবে না। এমন জঘন্য কাজের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।"
রাজ্য পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্যের সোশ্যালমিডিয়া মনিটরিং টিম দেখেছে, বেশ কয়েকটি প্লাটফর্ম থেকে মহিলাদের স্নান এবং পোশাক পরিবর্তনের ভিডিও পোষ্ট করা হয়েছে। এরপরেই কোতওয়ালি কুম্ভমেলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আর কোন কোন অ্যাকাউন্ট থেকে এই ধরণের ভিডিও পোষ্ট করা হয়েছে, সেটা চিহ্নিত করার জন্য মেটার সাহায্য চাওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, কুম্ভমেলা সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া জন্য খুব শীঘ্রই সমস্ত অ্যাকাউন্ট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন