
ইজরায়েলে প্রত্যাঘাত করল ইরান। তেল-আবিব সহ ইজরায়েলের একাধিক শহরে ব্যালেস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে।
ইজরায়েল ও ইরান সংঘর্ষে জড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের দামামা বেজে উঠেছে। শুক্রবার ভোরে ইরানে ইজরায়েলি বিমান হানার পর থেকেই ইজরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সব নাগরিককে ইরানের পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কায় সতর্ক করা হয়।
ইরানের ওপর ইজরায়েলের আক্রমণে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চিন। সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিনের প্রতিনিধি ইজরায়েলের আক্রমণকে "ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন" বলে নিন্দা জানিয়েছেন এবং "সমস্ত ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ বন্ধ করার" আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘে চিনের প্রতিনিধি ফু কং বলেন, "ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের ইজরায়েলি প্রচেষ্টার নিন্দা জানায় চিন এবং সংঘাত ও সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির বিরোধিতা করে।"
শুক্রবার মধ্যরাত থেকেই ইজরায়েলি হানাদারির পাল্টা হামলা চালাতে শুরু করে ইরান। যাতে বহু মানুষ আহত হয়েছেন এবং একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একাধিক বহুতল ধ্বংস হয়েছে এই হামলায়। Iran’s Islamic Revolutionary Guard-র পক্ষ থেকে জানানো হয়, এই হামলা ইজরায়েলের সেনা ও বিমানঘাঁটি লক্ষ্য করে চালানো হয়।
গতকাল রাতেই ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, সমগ্র ইজরায়েল জুড়ে হামলা চালাচ্ছে ইরান। অন্য একটি পোস্টে তারা জানায়, ইজরায়েলের সাধারণ নাগরিকরা এখন ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। বিশ্ব এইভাবে চুপ করে থাকতে পারে না।
একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ইজরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছেন, ইরানের হামলায় ইজরায়েলে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই দাবির পাল্টা ইরান জানায়, ইজরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক।
প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইরানের উপর প্রায় ২০০টি বিমান হামলা চালায় ইজরায়েল। ইরানের সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, এই হামলায় ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। পাশাপাশি হামলার জেরে প্রাণ হারিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল হোসেন সালামি এবং ইরানের সেনা সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ বাঘেরি।
Keywords: Iran-Israel conflict, Iran retaliation, Israel under pressure, Middle East tensions, global response
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন