Iran-Israel Conflict: অশান্ত মধ্যপ্রাচ্য, ইরানের বৃহত্তম পারমাণবিক ঘাঁটিতে বিমান হামলা ইজরায়েলের!

People's Reporter: শুক্রবার ভোরে আচমকাই ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্রগুলিতে বিমান হামলা চালায় ইজরায়েল। ইরানের সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ সূত্রে খবর, এই হামলায় ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।
ইরানে বিমান হামলা ইজরায়েলের
ইরানে বিমান হামলা ইজরায়েলেরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on
Summary

• ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আচমকাই বিমান হানা ইজরায়েলের।

• হামলায় ৬ পরমাণু বিজ্ঞানী নিহত।

• ইরানের ওপর ইজরায়েলের বিমান হানার তীব্র নিন্দা করেছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ।

ফের অশান্ত মধ্যপ্রাচ্য। এবার ইরানের উপর নজিরবিহীন হামলা চালালো ইজরায়েল। ইজরায়েলি সেনার দাবি অনুসারে, ইরান ভূখণ্ডে ২০০টি বিমান হামলা চালানো হয়েছে। পাল্টা ইরানের বিরুদ্ধে ১০০ ড্রোন হামলার অভিযোগ করেছে নেতানিয়াহুর দেশ।

শুক্রবার ভোরে আচমকাই ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্রগুলিতে বিমান হামলা চালায় ইজরায়েল। ইরানের সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ সূত্রে খবর, এই হামলায় ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। পাশাপাশি হামলার জেরে প্রাণ হারিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল হোসেন সালামি এবং ইরানের সেনা সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ বাঘেরি।

তাসনিম নিউজ এজেন্সির সূত্র অনুসারে, নিহত ছয় বিজ্ঞানীর নাম আবদুলহামিদ মিনোচেহর, আহমেদ রেজা জুলফাকরি, সৈয়দ আমির হোসেন ফেকহি, মাতলাবিজাদে, মহম্মদ মাহদি তেহেরানচি, ফেরেইদুন আব্বাসি। ( Abdolhamid Minoochehr, Ahmad Reza Zolfaqari, Seyed Amir Hossein Feqhi, Matlabizadeh, Mohammad Mahdi Tehranchi, and Fereydoon Abbasi.)

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, 'অপারেশন রাইজিং লায়ন'-র মাধ্যমে ইরানের প্রধান পারমাণবিক ঘাঁটি নাতানজে হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রাণকেন্দ্র।

তবে IAEA-র তরফ থেকে এও জানানো হয়েছে ইরানের সবথেকে বড় পারমাণবিক কেন্দ্র নাতানজে হামলা চলেছে। যেটি রাজধানী তেহরান থেকে প্রায় ১৫০ মাইল দক্ষিণে অবস্থিত। একাধিক ভিডিওতে ওই কেন্দ্র থেকে ধোঁয়া বেরতে দেখা গেছে। তবে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনও লক্ষণ দেখা যায়নি।

যদিও রাষ্ট্র সংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা International Atomic Energy Agency (IAEA) জানিয়েছে, ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্র ফোরদো, ইসফাহান এবং বুশেহর কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানের আধিকারিকদের সাথে অনবরত যোগাযোগ রাখছেন IAEA-র ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি।

এই হামলার পরই ইজরায়েল জুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি ফেব্রুয়ারি থেকেই সতর্ক করছিল যে, ইজরায়েল চলতি বছর ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্রগুলিতে হামলা চালাতে পারে। সেটাই বাস্তবে পরিণত করল ইজরায়েল।

ইরানে বিমান হানার তীব্র নিন্দা করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, লেবানন, কাতার, ওমানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি। সৌদি আরব জানিয়েছে, অবিলম্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ প্রয়োজন। এই অশান্তি রুখতে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করুক। ইজরায়েলের বিরুদ্ধে ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নষ্ট করার অভিযোগ করেছে কাতার।

Keywords: Iran-Israel Conflict, Israeli Airstrike, Iranian Nuclear Facility, Middle East Tensions

ইরানে বিমান হামলা ইজরায়েলের
ভারতে থেকে হাসিনার মন্তব্যেই অশান্তি ছড়াচ্ছে বাংলাদেশে! লন্ডনে গিয়ে মোদী সরকারকে কটাক্ষ ইউনুসের
ইরানে বিমান হামলা ইজরায়েলের
Los Angeles: অশান্ত লস এঞ্জেলসে ইরাক - সিরিয়ার থেকেও বেশি সেনা মোতায়েন ট্রাম্প প্রশাসনের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in