
কিছু দিন আগেই ভারতের বিরুদ্ধে সুর নরম করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। দুই দেশের সম্পর্ক ভালো হওয়া দরকার বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু ভারতের বিরুদ্ধে ফের সরব হলেন ইউনুস। তাঁর মতে, বাংলাদেশের অশান্তির জন্য দায়ী ভারত। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও দাবি করেছেন তিনি।
বর্তমানে লন্ডনে রয়েছেন মহম্মদ ইউনুস। লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-র আলোচনায় নিজের মতামত পেশ করেন তিনি। সেখানেই ভারতের বিরুদ্ধে সরব হন ইউনুস। তাঁর অভিযোগ, ভারতের সাহায্যেই শেখ হাসিনার অডিও বাংলাদেশে প্রচার করা হচ্ছে। যেটা বন্ধ করা উচিত।
ইউনুস বলেন, "সমস্ত ক্ষোভ এবং সবকিছু এখন ভারতে স্থানান্তরিত হয়েছে। কারণ তিনি (শেখ হাসিনা) সেখানে গিয়েছেন। তিনি কেবল সেখানেই থাকেন না, সমস্যা হল যখন আমার ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তখন আমি কেবল বলেছিলাম আপনি হাসিনাকে থাকতে দিয়েছেন। আমি আপনাকে সেই নীতি ত্যাগ করতে বাধ্য করতে পারি না। তবে দয়া করে আমাদের সাহায্য করুন। যাতে তিনি বাংলাদেশী জনগণের কথা আর বলতে না পারেন।"
ইউনুস আরও বলেন, "তিনি কোনও এক দিনে, কোনো এক সময়ে ঘোষণা করছেন যে তিনি বক্তব্য রাখবেন। তারপর সমগ্র বাংলাদেশ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠছে। তিনি কেন এই সমস্ত ক্ষোভের বিষয়টি এখন আমাদের মধ্যে পুষে রাখছেন?"
পাশাপাশি তিনি জানান, 'আমরা চাই এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হোক। কিন্তু নরেন্দ্র মোদী বলেছিলেন, এটা সোশ্যাল মিডিয়া, তারা এটি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমরা নিশ্চিত করতে চাই যে আমরা রাগের বশে কিছু করি না। আমরা ভারতের সাথে সর্বোত্তম সম্পর্ক গড়ে তুলতে চাই। তারা আমাদের প্রতিবেশী। তাদের সাথে কোনও ধরণের সমস্যা তৈরি হোক আমরা সেটা চাই না।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন