Khaby Lame: আমেরিকায় গ্রেফতার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকটকার খাবি লামে

People's Reporter: গত ৩০ এপ্রিল একটি অস্থায়ী ভিসায় আমেরিকায় যান খাবি লামে। মেট গালাতেও যোগ দিয়েছিলেন তিনি। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি আমেরিকাতে ছিলেন।
খাবি লামে
খাবি লামেছবি - সংগৃহীত
Published on

বিশ্বের জনপ্রিয় টিকটকার খাবি লামেকে সম্প্রতি গ্রেফতার করেছিল মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। জানা গেছে, আমেরিকায় থাকার ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই গ্রেফতার করা হয় টিকটকারকে।

আইসিই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩০ এপ্রিল একটি অস্থায়ী ভিসায় আমেরিকায় যান খাবি লামে। মেট গালাতেও যোগ দিয়েছিলেন তিনি। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি আমেরিকাতে ছিলেন। তবে স্বেচ্ছায় প্রস্থানের অনুমতি পাওয়ার পর একই দিনে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, ৬ জুন আমেরিকা ত্যাগ করেছেন এই সেনেগাল বংশোদ্ভূত টিকটকার।

কে এই খাবি লামে?

সেনেগাল বংশোদ্ভূত টিকটকার খাবি লামের আসল নাম সেরিঞ্জ খাবানে লেম। একবছর বয়সেই পরিবারের সাথে সেনেগাল থেকে ইতালিতে চলে আসেন তিনি। ছোট থেকে ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত খাবি। কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি।

কখনও কারখানায়, কখনও হোটেলের কর্মী হিসাবে কাজ করতেন। মাসিক বেতন হাজার ডলারের বেশি ছিল না কখনোই। ২০২০ সালে কোভিড মহামারি চলাকালীন তাঁকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এরপরেই সিদ্ধান্ত নেন, মজার ভিডিও বানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করবেন।

যেমন ভাবা তেমন কাজ। প্রথম দিকে সাফল্য না আসলেও ভেঙে পড়েননি খাবি। ভিডিও দেওয়া চালিয়ে যান তিনি। অতিমারিতে একজনের জটিল ‘লাইফ হ্যাকস্’-এর ভিডিয়োগুলি খুব সহজ ও সাধারণ পদ্ধতিতে করে দেখাতে শুরু করেন। এরপরেই ধীরে ধীরে জনপ্রিয়তা পান তিনি।

কোনও কথা না বলে শুধু মাত্র মুখভঙ্গিমার মাধ্যমে তিনি এমন মজার ভিডিয়ো বানিয়েই টিকটকে নিজের পরিচিতি বানিয়ে ফেলেন। বর্তমানে খাবির ইনস্টাগ্রামে ৮০ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। টিকটকে তাঁর ফলোয়ারের সংখ্যা ১৬২ মিলিয়নেরও বেশি। ২৫ বছর বয়সী এই টিকটকার ২০২২ সালেই টিকটকের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর চার্লি দি’অ্যামেলিওকে ছাপিয়ে গেছেন। এমনকি গত তিনবছর ধরে এটা ধরে রেখেছেন তিনি।

ফোর্বসের তথ্য অনুসারে, ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে বিপণন চুক্তির মাধ্যমে আনুমানিক ১৬.৫ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি। জানা যায়, ২০২২ সালের ২৪ জুন ইতালি সরকার খাবিকে নাগরিকত্ব দেয়।

খাবি লামে ২০২৩ সালে ইতিলিয়া'স গট ট্যালেন্টের বিচারক, ২০২২ সালে কানে টিকটক শর্টস-এর জুরি, ২০২৪ সালে ব্যাড বয়েজ: রাইড অর ডাই-তে একটি ক্যামিও হিসেবেও কাজ করেছেন। চলতি বছর তাঁকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত করা হয়। যার মূল লক্ষ্য আফ্রিকান যুব ও শিশুদের অধিকার রক্ষা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in