Musk-Trump: মার্কিন রাজনীতিতে নয়া মোড়! ট্রাম্পকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যে দুঃখপ্রকাশ এলন মাস্কের

People's Reporter: সাম্প্রতিক সময়ে ট্রাম্প এবং মাস্কের সম্পর্কে কিছুটা হলেও ফাটল ধরেছে। তবে এলন মাস্কের একটি ট্যুইটে বিষয়টি নতুন মোড় নিচ্ছে।
এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প
এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পছবি - সংগৃহীত
Published on

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সাম্প্রতিক কিছু মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন টেসলা-স্পেসএক্স প্রধান এলন মাস্ক। নিজের এক্স মাধ্যমে তিনি দুঃখপ্রকাশ করেছেন।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প এবং মাস্কের সম্পর্কে কিছুটা হলেও ফাটল ধরেছে। তবে এলন মাস্কের একটি ট্যুইটে বিষয়টি নতুন মোড় নিচ্ছে। এলন মাস্ক এক্স মাধ্যমে লেখেন, “গত সপ্তাহে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমার কিছু পোস্টের জন্য আমি অনুতপ্ত।”

৭ জুন একটি পোস্টে মাস্ক অভিযোগ করেছিলেন, ট্রাম্প কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে জড়িত এবং এ কারণেই সরকার এই সংবেদনশীল নথিগুলো জনসমক্ষে আনতে চাইছে না। বিতর্কিত ওই পোস্টে মাস্ক লিখেছিলেন, “খুব বড় বোমা ফেলার সময় এসেছে: এপস্টাইন ফাইলের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আছেন। তাই জন্যই এইগুলি প্রকাশ্যে আনা হচ্ছে না। এই পোস্টটি ভবিষ্যতের জন্য চিহ্নিত করে রাখুন। সত্য বেরিয়ে আসবে।”

তবে মাত্র কয়েকদিনের ব্যবধানে মাস্কের মত বদল ট্রাম্প-মাস্ক সম্পর্কের নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে মাস্ক রিপাবলিকানদের প্রস্তাবিত "ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট"-কে "অতি জঘন্য" বলে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন। যার প্রেক্ষিতে ট্রাম্প পাল্টা হুমকি দেন ফেডারেল চুক্তি থেকে স্পেসএক্সকে বাদ দেওয়ার।

১০ জুন ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি মাস্ককে শুভকামনা জানাই। আমাদের একটা ভালো সম্পর্ক ছিল।” এখন দেখার দুই প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক শেষ পর্যন্ত ঠিক হয় কিনা।

এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প
Khaby Lame: আমেরিকায় গ্রেফতার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকটকার খাবি লামে
এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প
Los Angeles: লস এঞ্জেলসে চতুর্থ দিনেও বিক্ষোভ, আরও ন্যাশনাল গার্ড, মেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in