রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের দাবি ইরানের - ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

People's Reporter: ইরানের বিদেশমন্ত্রী বলেন, রবিবারের ঘটনা অত্যন্ত ভয়াবহ। এর পরিণতি দীর্ঘস্থায়ী হতে বাধ্য। রাষ্ট্রসংঘের প্রতিটি সদস্যকে এই বিপজ্জনক, বেআইনি ও অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।
তেল আবিবে ইরানি হানা
তেল আবিবে ইরানি হানা ছবি সত্যমের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on
Summary

• ইরানের তিন পরমাণু কেন্দ্রে আমেরিকান আক্রমণ।

• রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের দাবি জানালো ইরান।

• ইরানকে আক্রমণ করায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন বেঞ্জামিন নেতানিয়াহু।

ইরানের তিন পরমাণু কেন্দ্রে আমেরিকান হানাদারির পর রবিবার জারি করা এক চিঠিতে ইরান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। ওই বৈঠকে কাউন্সিলকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে মার্কিন হামলার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে, রাষ্ট্রসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি মার্কিন হামলাকে "আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি" বলে অভিহিত করেছেন। রবিবার ভোরে ফোরদো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক কেন্দ্রগুলিকে লক্ষ্য করে মার্কিনি হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত আমির সাইদের আরও অভিযোগ, এই হামলাগুলি "আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (International Atomic Energy Agency) পূর্ণ তত্ত্বাবধানে" করা হয়েছে, যা রাষ্ট্রসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা। ইজরায়েলের সাথে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইরান লাগাতার IAEA-র সমালোচনা করে আসছে।

চিঠিতে আরও বলা হয়েছে, এই হামলাগুলি রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করে। এছাড়াও "এই বেআইনি কাজ খতিয়ে দেখতে ও এই ঘটনার নিন্দা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জন্য এবং দোষীদের শাস্তি দেবার দাবিতে" জরুরি বৈঠক আহ্বান করার আহ্বান জানিয়েছেন।

রবিবার সকালে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর এক সোশ্যাল মিডিয়া পোষ্টে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি বলেন, "রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলিতে আক্রমণ করে রাষ্ট্রসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটির গুরুতর লঙ্ঘন করেছে।"

তিনি আরও বলেন, “আজ (রবিবার) সকালের ঘটনাগুলি অত্যন্ত ভয়াবহ এবং এর পরিণতি দীর্ঘস্থায়ী হতে বাধ্য। রাষ্ট্রসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক, বেআইনি এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।” আরাগাচি জানান, ইরান "তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য সমস্ত রকমভাবে প্রস্তুত।”

অন্যদিকে, ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকান আক্রমণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, "অভিনন্দন, রাষ্ট্রপতি ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ এবং ন্যায়নিষ্ঠ শক্তি দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করার আপনার সাহসী সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে।"

Keywords: Iran, UN Security Council, emergency meeting, Netanyahu, Trump, Middle East tensions.

তেল আবিবে ইরানি হানা
Iran-Israel Conflict: ইজরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আমেরিকার সঙ্গে কোনও আলোচনা নয় - জানালো ইরান
তেল আবিবে ইরানি হানা
Iran-Israel Conflict: ১ নম্বর 'শত্রু' ট্রাম্পকে হত্যা করতে চায় ইরান! বিস্ফোরক দাবি নেতানিয়াহুর

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in