• ইরানের বিরুদ্ধে ইজরায়েল যে অপরাধ করছে আমেরিকাও তার অংশীদার - দাবি ইরানের বিদেশমন্ত্রীর।
• ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, ইজরায়েলি আগ্রাসন বন্ধ না হলে আমেরিকার সঙ্গে কোনও আলোচনা নয়।
• আজ জেনেভায় জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ইরানের বিদেশমন্ত্রীর।
ইজরায়েল যেভাবে গাজাতে (Gaza) হাসপাতালের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে, ইরান (IRAN) সেই নীতিতে বিশ্বাস করেনা। ইরান কখনও অসামরিক এলাকা, বিশেষ করে হাসপাতালের ওপর আক্রমণ চালায় না। ইরানের জাতীয় টেলিভিশনে একথা জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরগাচি (Abbas Araghchi)। তিনি আরও বলেন, ইরান মনে করে ইরানের বিরুদ্ধে ইজরায়েল (Israel) যে অপরাধ করছে আমেরিকাও তার অংশীদার।
ওই সাক্ষাৎকারেই ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে কারোর সঙ্গেই আলোচনার জন্য প্রস্তুত নয়। বিশেষ করে যতক্ষণ ইজরায়েলের আক্রমণ চলবে ততক্ষণ তো নয়ই। ইজরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। আমি আশা করবো বিশ্বের বিভিন্ন দেশ ইজরায়েলের এই আগ্রাসী ভূমিকা থেকে নিজেদের দূরত্ব বজায় রাখবে। যতক্ষণ পর্যন্ত না ইজরায়েলের এই আগ্রাসন বন্ধ হচ্ছে ততক্ষণ আমরা আমেরিকার সঙ্গে কোনও সমঝোতায় আসতে রাজি নই।
ইরানের বিদেশমন্ত্রী এক এক্স বার্তায় জানান, ইরান শুধুমাত্র আত্মরক্ষার জন্য আক্রমণ করছে। আমাদের নাগরিকদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ আগ্রাসনের মুখেও, ইরান এখনও পর্যন্ত কেবল ইজরায়েলি শাসনের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে, যারা একে সহায়তা করছে এবং মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে নয়।
ইরান ইজরায়েল সংঘর্ষের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আজ জেনেভায় জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখার করার কথা ইরানের বিদেশমন্ত্রীর।
ইরান ইজরায়েল সংঘর্ষের আবহে স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এই সপ্তাহে ইজরায়েলি হামলায় ইরানের পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান ইরানের জাতীয় টিভিতে জানিয়েছেন, এই সপ্তাহে ইজরায়েলি হামলায় পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই বিষয়ে পীর হোসেইন কোলিভান্দ আর কোনও বিস্তারিত তথ্য দেননি এবং হাসপাতালগুলি কখন বা কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাও স্পষ্ট করে জানাননি।
ইরানের বিভিন্ন জাতীয় সংবাদসংস্থা তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে: "আমরা ইহুদিবাদী সরকারের আক্রমণ, যা আন্তর্জাতিক নীতির বিরুদ্ধে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে নথি হিসাবে পাঠিয়েছি।"
তিনি আরও বলেন যে "ত্রাণ কর্মীদের অধিকার রক্ষার জন্য পদক্ষেপ নিতে" আজ তাদের আন্তর্জাতিক রেড ক্রসের সাথে একটি বৈঠক রয়েছে। এই বৈঠক জরুরি কারণ, ইতিমধ্যেই তিনজন ত্রাণ কর্মী নিহত হয়েছেন।
তিন দিন আগে, ইরানের কেরমান শাহের ফারাবি হাসপাতাল ক্ষেপণাস্ত্র হামলার শকওয়েভে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছিল যে হাসপাতালকে কোনও লক্ষ্যবস্তু করা হয়নি।
Keywords: Iran-Israel conflict, Israeli aggression, Iran US talks, Middle East tensions, Iran latest news, Israel Iran relations, US Iran diplomacy
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন