জি৭ বৈঠক ছেড়ে তড়িঘড়ি আমেরিকায় ফিরছেন ট্রাম্প! ইজরায়েল-ইরান সংঘর্ষ পরিস্থিতি নিয়ে কোনও পদক্ষেপ?

People's Reporter: ট্রাম্প লেখেন, “আমি কেন ওয়াশিংটনে ফিরছি, সে বিষয়ে কোনও ধারণাই নেই তাঁর (মাক্রোঁর)। আর যা-ই হোক, এর সঙ্গে সংঘর্ষবিরতির কোনও সম্পর্ক নেই। বিষয়টি এর থেকেও অনেক বড়"।
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পছবি - সংগৃহীত
Published on

জি৭ সম্মেলনের সফরসূচি কাটছাঁট করে তড়িঘড়ি আমেরিকায় ফিরছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি ইজরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘর্ষ নিয়ে কোনও পদক্ষেপ ঘোষণা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট? সমাজমাধ্যমে ট্রাম্পের দাবি, যুদ্ধ থামানোর থেকেও বড় কিছু করতে চলেছেন তিনি। কী পদক্ষেপ তা স্পষ্ট না হলেও, মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য নিয়ে রহস্য দানা বাঁধছে।

ইজরায়েল এবং ইরানের সংঘর্ষের আজ পঞ্চম দিন। এই আবহে জি৭ সম্মেলন কাটছাঁট করে আমেরিকায় ফিরছেন ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে খবর, পশ্চিম এশিয়ায় উত্তেজনা পরিস্থিতির কারণেই সফর কাটছাঁট করেছেন ট্রাম্প। ইতিমধ্যেই জি৭ বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি। এদিকে মঙ্গলবার রাতেই আমেরিকায় ফিরছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো।

যদিও কেন ট্রাম্প আমেরিকায় ফিরছেন তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এনিয়ে ট্রাম্প কেবল বলেন, “আমাকে ফিরতে হবে। এটা খুবই জরুরি"। তবে কোনও কারণ ব্যাখ্যা করেননি তিনি। হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জন্যই তিনি আমেরিকায় ফিরছেন। তবে নির্দিষ্ট ভাবে কোনও কারণ ব্যাখ্যা করেনি হোয়াইট হাউস।

এদিকে সফর কাটছাঁটের খবর প্রকাশ্যে আসার কিছু সময় আগে ট্রাম্প সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি তেহরান থেকে সকলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা জানান। তিনি লেখেন, “আমি যে ‘চুক্তি’তে ইরানকে সই করতে বলেছিলাম, তা ইরানের করে নেওয়া উচিত ছিল। কী লজ্জার বিষয়, মানুষের জীবন কী ভাবে নষ্ট হচ্ছে! সহজ ভাষায় বলতে গেলে, ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমি বার বার বলেছি! প্রত্যেকের অবিলম্বে তেহরান থেকে সরে যাওয়া উচিত!”

অন্যদিকে, ট্রাম্পের সফর কাটছাঁট নিয়ে ভুল ব্যাখ্যা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। এমনটাই দাবি করেছেন ট্রাম্প। এই নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের উপর অসন্তুষ্টও তিনি। মাক্রোঁ নিজেকে প্রচারের মধ্যে রাখতে চান বলে খোঁচা দিয়ে সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, “আমি কেন ওয়াশিংটনে ফিরছি, সে বিষয়ে কোনও ধারণাই নেই তাঁর (মাক্রোঁর)। আর যা-ই হোক, এর সঙ্গে সংঘর্ষবিরতির কোনও সম্পর্ক নেই। বিষয়টি এর থেকেও অনেক বড়। জানি না ইচ্ছাকৃত ভাবে কি না, কিন্তু ইমানুয়েল সবসময় বাজে বকেন। নজর রাখুন"।

আর এর মধ্যেই জি৭ বৈঠক কাটছাঁট করে দেশে ফিরছেন তিনি। তাঁর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, সেদিকেই নজর রয়েছে গোটা বিশ্বের।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in