Iran-Israel Conflict: ১ নম্বর 'শত্রু' ট্রাম্পকে হত্যা করতে চায় ইরান! বিস্ফোরক দাবি নেতানিয়াহুর

People's Reporter: নেতানিয়াহু জানান, "ট্রাম্প একজন দৃষ্টান্ত সৃষ্টিকারী নেতা। কখনও দুর্বলভাবে ইরানের সঙ্গে চুক্তিতে যাননি। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধির পথ বন্ধ করেছেন, যা মূলত পারমাণবিক বোমা তৈরির পথ।"
ট্রাম্পকে হত্যা করতে চায় ইরান!
ট্রাম্পকে হত্যা করতে চায় ইরান!ছবি - এ আই
Published on
Summary

• মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চায় ইরান, দাবি নেতানিয়াহুর।

• ইজরায়েলি প্রধানমন্ত্রী দাবি, ইরানের পারমানবিক কর্মসূচির মূল বাধা হয়ে দাঁড়িয়েছেন ট্রাম্প।

• তাই ইরান ডোনাল্ড ট্রাম্পকে প্রধান শত্রু মনে করছে।

• ইরানের সামরিক ক্ষমতা নিয়ে উদ্বেগ নেতানিয়াহুর।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যা করতে চায় ইরান। রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তাঁর দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচির মূল বাধা হচ্ছেন ট্রাম্প। সেই কারণেই তাঁকে হত্যা করার পরিকল্পনা রয়েছে ইরানের।

ইরান-ইজরায়েল সংঘাত আবহে চাঞ্চল্যকর অভিযোগ করলেন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, "ট্রাম্পকে হত্যা করতে চায় ইরান, কারণ তিনি তাদের ১ নম্বর শত্রু"।

ইরান কেন ট্রাম্পকে তাদের ১ নম্বর শত্রু মনে করে তাও ব্যাখ্যা করেন নেতানিয়াহু। তিনি জানান, "ট্রাম্প একজন দৃষ্টান্ত সৃষ্টিকারী নেতা। তিনি কখনও দুর্বলভাবে ইরানের সঙ্গে চুক্তিতে যাননি। বরং তিনি ইউরেনিয়াম সমৃদ্ধির পথ বন্ধ করে দিয়েছেন, যা মূলত পারমাণবিক বোমা তৈরির পথ।"

ইজরায়েলের প্রধানমন্ত্রী আরও জানান, ট্রাম্প ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছিলেন এবং পরমাণু চুক্তি বাতিল করেছিলেন। যার জেরে ইরান তাঁকে ‘প্রধান শত্রু’ হিসেবে দেখছে। সাক্ষাৎকারে ইরানের পারণমাণবিক ক্ষমতা হ্রাস করার ক্ষেত্রে নিজেকে ট্রাম্পের 'জুনিয়র পার্টনার' হিসেবে দাবি করেন নেতানিয়াহু।

ইরানের সামরিক ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতানিয়াহু বলেন, “আমরা একটি দ্বৈত অস্তিত্বগত হুমকির মুখোমুখি। একদিকে ইরানের পরমাণু বোমা তৈরির পরিকল্পনা অন্যদিকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দ্রুত বৃদ্ধি ঘটছে। যা ভয়াবহ। আগামী কয়েক বছরে তারা ২০,০০০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা অর্জন করতে পারে, যা ইজরায়েলের জন্য ভয়ঙ্কর ক্ষতি। তাই ইজরায়েলের পক্ষে বসে থাকা সম্ভব নয়। আমরা আক্রমণাত্মক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। এটি শুধু আমাদের জন্য নয়, গোটা বিশ্বের সুরক্ষার জন্যও অপরিহার্য।"

উল্লেখ্য, ২০২০ সালে মৃত্যু হয় কাসেম সোলাইমানির। খামেইনির পর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ধরা হত তাঁকে। ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে আমেরিকান ড্রোন হামলায় নিহত হন কাসেম। জানা যায় ওই ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ওই হামলায় কাসেম সোলাইমানি ছাড়া আরও ৯ জন প্রাণ হারিয়েছিলেন।

Keywords: Iran Israel conflict, Trump assassination threat, Netanyahu Iran accusation, Iran vs Israel 2025, Trump Iran news, Middle East tensions

ট্রাম্পকে হত্যা করতে চায় ইরান!
Iran-Israel Conflict: ইজরায়েল পরমাণু হামলা চালালে পাল্টা হামলা করবে পাকিস্তান! দাবি ইরানের
ট্রাম্পকে হত্যা করতে চায় ইরান!
Iran-Israel Conflict: 'বিশ্ব চুপ থাকতে পারে না' - ইরান পাল্টা হামলা চালাতেই চাপে ইজরায়েল!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in