Iran-Israel Conflict: ইজরায়েল পরমাণু হামলা চালালে পাল্টা হামলা করবে পাকিস্তান! দাবি ইরানের

People's Reporter: ইরান-ইজরায়েলে সংঘর্ষে ইরানের পক্ষ নিয়েছে পাকিস্তান। ইরানের এক সেনা কর্তার মন্তব্যে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও এই দাবি অস্বীকার করেছে পাকিস্তান।
সম্মুখ সমরে ইরান - ইজরায়েল
সম্মুখ সমরে ইরান - ইজরায়েলগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on
Summary

• ইরান ইজরায়েল যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যে ঘনীভূত সংকট

• ইরানের দাবি, ইজরায়েলের ওপর পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান।

• ইরানের দাবি খারিজ করে পাকিস্তান জানিয়েছে ইসলামাবাদ এই ধরণের কোনও মন্তব্য করেনি।

এখনও পর্যন্ত দুই দেশের মোট ২৪৮ জন নিহত হয়েছেন।

ইরান-ইজরায়েল সংঘাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল পাকিস্তান। ইরানের এক সেনা আধিকারিক জানান, ইজরায়েলের ওপর পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান। যদিও পাকিস্তানের পক্ষ থেকে ইরানের এই দাবিকে অস্বীকার করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান-ইজরায়েলে সংঘর্ষে ইরানের পক্ষ নিয়েছে পাকিস্তান। দুই দেশের যুদ্ধের এই আবহেই ইরানের এক সেনা কর্তার মন্তব্যে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (IRGC) জেনারেল মোহসেন রেজাই জানান, “পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে যদি ইজরায়েল ইরানের উপর পারমাণবিক হামলা চালায়, তাহলে তারা ইজরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।”

তিনি আরও জানান, ইরান এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত ঐক্য গড়ে উঠেছে এবং পাকিস্তান “ইরানের পাশে থাকার” প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের কাছে এমন গোপন শক্তি রয়েছে যা এখনও বিশ্বের কাছে প্রকাশ করা হয়নি।

যদিও, ইরানের পক্ষ থেকে এই দাবি জানানোর পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সংবাদমাধ্যমে এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ইসলামাবাদ এমন কোনও প্রতিশ্রুতি দেয়নি।

আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ সংস্থা আইক্যান (ICAN)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। যার মধ্যে পাকিস্তান ও ইজরায়েল অন্যতম। তব পরমাণু হামলা নিয়ে পাকিস্তানের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরান-ইজরায়েল সংঘাতে এখনও পর্যন্ত দুই দেশের মোট ২৪৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইরানে ২৩০ এবং ইজরায়েলে ১৮ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে।

এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তবে তাদের বিরুদ্ধে এমন সামরিক অভিযান হবে, যা ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।”

বিশেষজ্ঞরা মনে করছেন, ইজরায়েল ইরান যুদ্ধের আবহে ইরান-পাকিস্তান সম্পর্ক নতুন মাত্রা নিচ্ছে। তবে পারমাণবিক হুমকি বাস্তবায়িত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য বিপর্যয়কর হতে পারে।

Keywords: Iran-Israel conflict, Pakistan response, nuclear attack threat, Middle East tensions, Israel Iran news, Pakistan Iran alliance, nuclear war risk, Israel nuclear strike

সম্মুখ সমরে ইরান - ইজরায়েল
Iran-Israel Conflict: 'বিশ্ব চুপ থাকতে পারে না' - ইরান পাল্টা হামলা চালাতেই চাপে ইজরায়েল!
সম্মুখ সমরে ইরান - ইজরায়েল
ভারতে থেকে হাসিনার মন্তব্যেই অশান্তি ছড়াচ্ছে বাংলাদেশে! লন্ডনে গিয়ে মোদী সরকারকে কটাক্ষ ইউনুসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in