
• ইরান ইজরায়েল যুদ্ধে ঢুকে পড়লো আমেরিকা।
• রবিবার সকালে ইরানের তিন পরমাণু কেন্দ্রে আমেরিকান হানা।
• ওয়াশিংটন আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে - জানালো ইরান।
• ট্রাম্প জানিয়েছেন, ইরানের সামনে এখন দুটো রাস্তা খোলা। ‘হয় শান্তি, নয় ট্রাজেডি’।
কিছুদিন থেকেই ইরানকে হুঁশিয়ারি দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই হুঁশিয়ারির বাস্তবায়নও ঘটে গেল। রবিবার সকালে ইরানের তিন পরমাণুকেন্দ্রে আমেরিকার আক্রমণের পর ইরান-ইজরায়েল যুদ্ধ অন্য মাত্রা পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে এই যুদ্ধ পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠবে বলেই সব মহলের আশঙ্কা।
হামলার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, ট্রাম্প বলেন, "ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার কেন্দ্রগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।" ইরানের ওপর আমেরিকার আক্রমণ প্রসঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন, ওয়াশিংটন আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে।
এক সোশ্যাল মিডিয়া পোষ্টে আরাগাচি বলেন, "রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলিতে আক্রমণ করে রাষ্ট্রসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটির গুরুতর লঙ্ঘন করেছে।"
শনিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেন ইজরায়েলের পক্ষ নিয়ে ইরানে আক্রমণের। ইরানের তিন পরমাণুকেন্দ্রে আক্রমণের পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ’ (Truth)-এ ট্রাম্প লেখেন, ফোরডো, নাতানজ এবং ইস্পাহান – ইরানের তিন পরমাণুকেন্দ্রে আমাদের সফল আক্রমণ সম্পূর্ণ।
এর কিছুক্ষণ পরেই এক টেলিভিশন বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সামনে এখন দুটো রাস্তা খোলা। ‘হয় শান্তি, নয় ট্রাজেডি’। তিনি আরও বলেন, আমেরিকান মিলিটারি এবার ইরানের অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।
গত দু’সপ্তাহ ধরে চলছে ইরান ইজরায়েল সংঘর্ষ। ইরানকে লক্ষ্য করে ইজরায়েলের হানাদারির পর পাল্টা আক্রমণে নামে ইরান। ইতিমধ্যেই দু’পক্ষের বেশ কিছু ক্ষয় ক্ষতি হয়েছে। এতদিন পর্যন্ত এই যুদ্ধে সরাসরি জড়িয়ে না পড়লেও ইজরায়েলের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল আমেরিকা। রবিবার সকালে ইরানে হামলা করে আমেরিকাও এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লো।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের পরমাণুকেন্দ্রে আমেরিকার হামলার পর নাসা জানিয়েছে, নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (FIRMS) থেকে প্রাপ্ত তথ্যে রবিবার স্থানীয় সময় সকালে ইরানের ফোর্ডো পারমাণবিক কেন্দ্রের কাছে দু’ধরণের তাপ প্রবণতা লক্ষ্য করা গেছে।
যদিও রাষ্ট্রসংঘের পক্ষ থেকে জানান হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তথ্য অনুসারে আমেরিকা ইরানের যেসব পরমাণুকেন্দ্রে আক্রমণ করেছে, সেইসব অঞ্চলে তেজস্ক্রিয়তা বৃদ্ধির কোনও তথ্য পাওয়া যায়নি।
Keywords: Iran-Israel conflict, Trump involvement, U.S. airstrikes, Iranian nuclear sites, Middle East tensions
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন