

গোয়া বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পেশায় আইনজীবী অমিত পালেকার, অতি বিলাসবহুল মাসেরতি গাড়ির মালিক। কংগ্রেসের প্রার্থী মাইকেল লোবো ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে সবচেয়ে ধনী বিধায়কদের একজন। হলফনামা অনুসারে তাঁর সম্পদের পরিমাণ ৮৪.৩৮ কোটি টাকা।
কংগ্রেসের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী লোবোর স্ত্রী ডেলিলা তাঁর হলফনামায় জানিয়েছেন, তিনি ৭.১৬ কোটি টাকার সম্পদের অধিকারী। লোবো মন্ত্রীপদ থেকে পদত্যাগ করেন এবং কয়েক সপ্তাহ আগে তাঁর স্ত্রী সহ কংগ্রেসে যোগ দেন। লোবো প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্যালাঙ্গুট বিধানসভা কেন্দ্র থেকে এবং তাঁর স্ত্রী ডেলিলাকে পাশের সিওলিম বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী করেছে।
গোয়ার ৩০১ জন প্রার্থীর মধ্যে একটি বড় অংশই কোটিপতি। আম আদমি পার্টির সবচেয়ে ধনী প্রার্থী আইনজীবী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা অমিত পালেকার একটি মাসেরটি কুপ গাড়ির মালিক হিসেবে ঘোষণা করেছেন৷ ঝাড়খন্ডে রেজিস্ট্রিকৃত এই গাড়ি সম্পর্কে পালেকারের জানিয়েছেন, বর্তমানে তিনি সেটি বিক্রি করার চেষ্টা করছেন। তার হলফনামায় বিবরণ অনুযায়ী পালেকারের মোট সম্পদ ১১.৪ কোটি টাকা।
২০১৭ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সম্পত্তি ২.৩৭ কোটি টাকা থেকে প্রায় তিনগুণ বেড়ে ৭.১৫ কোটি টাকা হয়েছে।
পানাজির বর্তমান বিজেপি বিধায়ক আতানাসিও মনসেরেট এবং তার স্ত্রী জেনিফার, যিনি তালেগাও বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যৌথভাবে ৪৮.৪০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের ছেলে উৎপল, যিনি পানাজি বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে মনসেরেটের বিরুদ্ধে লড়াই করছেন তার সম্পদের পরিমাণ ৮.৮৪ কোটি টাকা।
গোয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি কিরণ কান্দোলকরও হলফনামায় তাঁর সম্পদের হিসাব দিয়েছেন ৫.১৩ কোটি টাকা। এমনকি বিজেপি নেতা এবং স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে যিনি ভালপোই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার স্ত্রী দিব্যা, যিনি পোরিয়াম বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন তাদের নিজ নিজ হলফনামায় ১৬.৩৬ কোটি এবং ৬.৭৬ কোটি টাকার সম্পদ আছে বলে জানিয়েছেন।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন