Goa Polls 22: মূর্খের স্বর্গে বাস করছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত - লক্ষ্মীকান্ত পারসেকার

এদিন মনোনয়ন জমা দেবার পর লক্ষ্মীকান্ত পারসেকার জানান, বিজেপি আর মানুষের পছন্দের তালিকায় নেই। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন।
লক্ষ্মীকান্ত পারসেকর
লক্ষ্মীকান্ত পারসেকরফাইল চিত্র - সংগৃহীত

গোয়া বিধানসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার মনোনয়ন জমা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা প্রমোদ সাওয়ন্ত। তিনি সাঙ্কোলিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় ভোট নেওয়া হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

এদিন মনোনয়ন জমা দেবার পর গোয়া বিধানসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে প্রমোদ সাওয়ন্ত জানান, এবারের নির্বাচনে বিজেপি ২২-এর বেশি আসনে জয়লাভ করবে।

এদিনই গোয়ায় মনোনয়ন জমা করেছে দুই নির্দল প্রার্থী। ঘটনাচক্রে এই দুই ব্যক্তিই গোয়ার প্রাক্তন বিজেপি নেতা। এঁদের একজন হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পাররেকারের ছেলে উৎপল পাররেকর। লক্ষ্মীকান্ত মনোনয়ন জমা দিয়েছেন মান্দ্রেম বিধানসভা কেন্দ্র থেকে। অন্যদিকে পানাজী থেকে মনোনয়ন জমা দিয়েছেন উৎপল।

এদিন মনোনয়ন জমা দেবার পর লক্ষ্মীকান্ত পারসেকার জানান, বিজেপি আর মানুষের পছন্দের তালিকায় নেই। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন।

রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পাররিকরের ছেলে উৎপল সম্প্রতি বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন। বিজেপির পক্ষ থেকে তাঁকে পানাজী কেন্দ্র থেকে মনোনয়ন না দেওয়ায় তিনি দল থেকে ইস্তফা দিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক আটানসিও মনসেরাকে মনোনয়ন দিয়েছে বিজেপি।

এদিন মনোনয়ন জমা দেবার পর সাংবাদিকদের উৎপল জানান, আমার বাবা পানাজী থেকেই কাজ করছেন। আমি বাবার দেখানো পথ ধরেই এগোতে চাই। আমি ২০০ শতাংশ পরিশ্রম করবো। এটাই আমি পানাজীর মানুষকে জানাতে চাই।

লক্ষ্মীকান্ত পারসেকর
Goa Polls 22: মনোনয়ন না পেয়ে বিজেপি এবং মন্ত্রীত্ব থেকে ইস্তফা গোয়ার মন্ত্রীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in