Goa: বিজেপি ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের ছেলে, পানাজি থেকে নির্দল হিসেবে লড়বেন

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর ছেলে ঘোষণা করেছেন, তিনি বাবার পুরনো কেন্দ্র পানাজি থেকে ভোটে লড়বেন। তবে গেরুয়া শিবির নয়, নির্দল প্রার্থী হিসেবে। ভোটের মুখে অস্বস্তিতে পদ্মশিবির।
উৎপল পারিকর
উৎপল পারিকরফাইল চিত্র, সংগৃহীত

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে লড়বেন। এমনই সিদ্ধান্ত নিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকর। বঙ্গ বিজেপিতেও টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার বেশ কিছু উদাহরণ রয়েছে। এবার সেই একই চিত্র গোয়া বিধানসভা নির্বাচনেও। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকরের ছেলে ঘোষণা করেছেন, তিনি বাবার পুরনো কেন্দ্র পানাজি থেকে ভোটে লড়বেন। তবে গেরুয়া শিবির নয়, নির্দল প্রার্থী হিসেবে। ফলে ভোটের মুখে অস্বস্তি বাড়ল পদ্মশিবিরে।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর ছিলেন গোয়ার মানুষের অত্যন্ত কাছের। গোয়ায় তাঁর হাত ধরেই বিজেপির ভিত শক্ত হয়েছিল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। গোয়ার এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেই এবার বিজেপি ছাড়লেন।

জানা গিয়েছে, এবারের গোয়া বিধানসভা নির্বাচনে পানাজি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট চেয়েছিলেন উৎপল। কিন্তু বিজেপি সূত্রের খবর, দল তাঁর জন্য অন্য কিছু ভেবেছিল। তাঁকে বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবগুলি দল তাঁর কাছে খোলসা করেনি। উল্টে ওই কেন্দ্রের অন্য কাউকে টিকিট দেয় পদ্মশিবির। তাতেই ক্ষুব্ধ হন উৎপল। তারপর শুক্রবার বিজেপি ছাড়লেন তিনি। তাঁর নির্বাচনী লড়াইয়ে বাবার আবেগকে কাজে লাগাতে চান তিনি। আর হতে চান বিজেপির পথের কাঁটা।

এদিকে, গোয়ায় বিজেপির অস্বস্তি বাড়ালেন আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর। শুক্রবার তিনি বিজেপি থেকে ইস্তফা দেন। দল তাঁকে টিকিট না দিয়ে পুরনো কেন্দ্র মান্দ্রেম থেকে বিধায়ক দয়ানন্দ সোপতে-কে টিকিট দেয়। তাতেই ক্ষুব্ধ হয়ে বিজেপি ছেড়ে ওই কেন্দ্র থেকে পারসেকর লড়বেন নির্দল হয়ে। প্রসঙ্গত, ২০১৪ সালে মনোহর পারিকর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী হন। তারপর তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হন পারসেকর।

উৎপল পারিকর
Goa: আবারও মোহভঙ্গ, বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন টনি ডায়াস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in